- Home
- World News
- Bangladesh News
- ৪১ বছর পরে BNP-র নেতৃত্বে বদল, খালেদা-হীন দলকে জয়ী করা বড় চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে
৪১ বছর পরে BNP-র নেতৃত্বে বদল, খালেদা-হীন দলকে জয়ী করা বড় চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে
প্রায় ৪১ বছর পরে BNPতে রদবদল হল। মায়ের জায়গায় এলেন ছেলে। খালেজা জিয়া প্রয়াত। তার পরিবর্তে BNP-র চেয়ারম্য়ানের জায়গায় এলেন ছেলে তারেক রহমান। মাতৃহীন তারেকের সামনে দলকে জয়ী করাই একটা বড় চ্যালেঞ্জ।

BNPতে রদবদল
প্রায় ৪১ বছর পরে BNPতে রদবদল হল। মায়ের জায়গায় এলেন ছেলে। খালেজা জিয়া প্রয়াত। তার পরিবর্তে BNP-র চেয়ারম্য়ানের জায়গায় এলেন ছেলে তারেক রহমান। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর তিনি শেষনিঃশ্বাস ত্য়াগ করেন।
চেয়ারম্যান তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর দেশের বাইরে ছিলেন তারেক রহমান। সম্প্রতি তিনি দেশে ফিরেছে। অসুস্থ মায়ের পরিবর্তে দলের হাল ধরার চেষ্টা করছিলেন তারেক। কারণ খালেদা জিয়া গত কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। তবু বিএনপি তাঁকে ভরসা করেই ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছিল বিএনপি। তাই খালেদা জিয়াতে তিনটি আসনে প্রার্থী করার চিন্তাভাবনাও শুরু হয়েছিল। তাঁর মৃত্যুতে বদলে গেল পুরো হিসেব।
১৯৮৪ সাল থেকে দায়িত্বে খালেদা
১৯৮৪ সালের ১০ মে বিএনপি-র চেয়ারপার্সেনের দায়িত্ব গ্রহণ করেছিলেন খালেদা জিয়া। আমৃত্যু ওই পদে ছিলেন তিনি। জয়ী হয়েছিলেন ১৯৯১,১৯৯৬, ২০০১ সালে বাংলাদেশের জাতীয় নির্বাচনে। এবার পুত্র তারেকের সামনে বড় চ্যালেঞ্জ। মায়ের অসম্পূর্ণ কাজ তাঁকেই সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি দলকে জয়ী করতে হবে।
স্বামীর মৃত্যুতে রাজনীতিতে খালেদা
১৯৮১ সালে চট্টোগ্রাসে সেনা বিদ্রোহে নিহত হয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। স্বামীর মৃত্যুর পরই সংসদীয় রাজনীতিতে আসেন খালেদা। যদিও সরাসরি দলের দায়িত্ব নেননি। প্রথমে ১৯৮২ সালে ৩ জানুয়ারি বিএনপি-র প্রাথমিক সদস্যপদ নিয়েছিলেন। পরের বছর মার্চে দলের ভাইস চেয়ারপার্সেন হবে। ১৯৮৪ সালে ১২ জানুয়ারিতে খালেদা জিয়া বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারপার্সেন মনোনীত হল। তারপরই তিনি আনুষ্ঠানিকভাবে দলের শীর্ষপদ দখল করেন।
৪১ বছর দায়িত্ব
৮৪ সালে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে টানা ৪১ বছর বিএনপি-র দায়িত্ব ছিল খালেদার হাতে। সম্প্রতি তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন। সেই সময় বিদেশ থেকেই দলের দায়িত্ব পালন করেছিলেন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন। তাই মাতৃহীন তারেকের কাছে বাংলাদেশের নির্বাচনে জয়ী হওয়াটা একটা বড় চ্যালেঞ্জ।

