৬ মাস আগে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশে তিনি যে এখনও প্রাসঙ্গিক, তা বারবার বোঝা যাচ্ছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার হাসিনার প্রভাব অস্বীকার করতে পারছে না বলেই তাঁকে আক্রমণ করে চলেছে।

ভারত থেকে প্রত্যর্পণের চিঠি দিয়ে বিশেষ সাড়া পাওয়া যায়নি। এবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উস্কানিমূলক বিবৃতি দেওয়ার অভিযোগ করে ভারত সরকারকে চিঠি দিল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। এখানেই থেমে না থেকে নয়াদিল্লিকে সরকারিভাবে প্রতিবাদও জানিয়েছে ঢাকা। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করা হয়। তাঁকে হাসিনার বিষয়ে নয়াদিল্লির সঙ্গে কথা বলার বার্তা দেওয়া হয়েছে। এমনই জানিয়েছেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘হাসিনা ভারত থেকে যে সমস্ত বক্তৃতা করছেন, ছাত্র-জনতা তা ভালোভাবে নিচ্ছেন না। তিনি অবিরাম উস্কানি দিচ্ছেন। তিনি যদি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন, তবে অশান্তি হত না। গত কয়েকদিনের পরিস্থিতি নিয়ে আমরা ভারতকে প্রোটেস্ট নোট দিয়েছি। লিখিতভাবে জানিয়েছি। এখনও তার জবাব পাইনি। এখন রাষ্ট্রদূত নেই, আমরা উপরাষ্ট্রদূতকে ডেকে এ বিষয়ে অনুরোধ করেছি। যাতে হাসিনা উস্কানিমূলক মন্তব্য করা বন্ধ করেন, তা নিশ্চিত করার কথা বলেছি।’

হাসিনাকে ভাষণ দেওয়া থেকে বিরত করবে ভারত?

গত বছরের ৫ অগাস্ট বাংলাদেশ ছাড়তে বাধ্য হন হাসিনা। তিনি ভারতে আশ্রয় নেন। সেই থেকে এদেশেই গোপন আস্তানায় আছেন বাংলাদেশের ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী। তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছে মহম্মদ ইউনূস সরকার। হাসিনাকে ভারত থেকে ফেরাতে চাইছে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার। কিন্তু ভারত সরকার এখনও হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কিছু জানায়নি। বিরাট পট পরিবর্তন না হলে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না ভারত। এই পরিস্থিতিতে ভারতে গোপন বাসস্থান থেকেই বাংলাদেশের জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন হাসিনা। তাঁর দল আওয়ামি লিগও কর্মসূচি নিয়েছে। এই কারণে ক্ষুব্ধ হয়ে উঠেছে ইউনূস প্রশাসন।

মুজিব-হাসিনার বাসভবনে হামলা

বুধবার রাতে ধানমণ্ডিতে ৩২ নম্বর বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। হাসিনার বাসভবন সুধা সদনেও হামলা, ভাঙচুর চালানো হয়। এই পরিস্থিতিতে নিজেদের অস্বস্তি কাটানোর জন্যই হাসিনা প্রসঙ্গে ভারতের উপর পাল্টা চাপ তৈরির চেষ্টা করছে বাংলাদেশ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শেখ হাসিনার প্ররোচনাতেই ধানমণ্ডিতে মুজিবের বাড়িতে হামলা, দাবি বাংলাদেশ সরকারের

Bangladesh ছিঃ বাংলাদেশ! বঙ্গবন্ধর বাড়িতে ভাঙচুর, ইট-লোহার সঙ্গে লুঠপাট মূল্যবান বই-ছবি

YouTube video player