Bangladesh Police: বাংলাদেশে আইন-শৃঙ্খলা বলে এখন কিছু নেই। মৌলবাদীরা বিনা বাধায় খুন, নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাদের কিছু করতে পারছে না। কিন্তু নিরীহ ব্যক্তিদের উপর জুলুম করছে বাংলাদেশ পুলিশ।

DID YOU
KNOW
?
মৌলবাদের কবলে বাংলাদেশ
বাংলাদেশে এখন মৌলবাদীদের দাপট দেখা যাচ্ছে। এই দেশে এখন পার্কে প্রেমিক-প্রেমিকাদের যাওয়াও হয়তো নিষিদ্ধ হতে চলেছে।

Bangladesh News: আইন-শৃঙ্খলা রক্ষা করা যাদের কাজ, তারা নিজেদের সেই কর্তব্য পালনে ব্যর্থ হয়ে এখন 'সামাজিক নৈতিকতা' রক্ষার কাজে নেমে পড়েছে। বাংলাদেশ পুলিশের (Bangladesh Police) অতি-সক্রিয়তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এক ভিডিওতে পুলিশকর্মীদের পার্কে অভিযান চালাতে দেখা যাচ্ছে। পার্কে যেভাবে তরুণ-তরুণীরা ঘনিষ্ঠ হন, এখানেও ঠিক তেমনই ছিল। যে কোনও দেশেই এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু মৌলবাদীদের দাপটে এখন বাংলাদেশে পার্কে ঘনিষ্ঠ হয়ে থাকাও 'বেআইনি'। এই ভিডিওতে দেখা যাচ্ছে, পার্কের এক বেঞ্চে এক যুগল ছিলেন। এক তরুণীর কোলে মাথা রেখে শুয়েছিলেন তাঁর তরুণ প্রেমিক। তাঁর চুলে বিলি কেটে দিচ্ছিলেন প্রেমিকা। কিন্তু এই আচরণ পুলিশের চোখে 'আপত্তিকর'। এই কারণে ওই তরুণকে মারেন এক পুলিশকর্মী। পার্কে আরও কয়েকজন যুগল ছিলেন। সবাইকে ধরে আনেন পুলিশকর্মীরা। যুগলদের একে অপরের কান ধরে ওঠবস করানো হয়। এই ভিডিও ভাইরাল হতেই অনেকে বাংলাদেশের পুলিশের সমালোচনা শুরু করেছেন।

বাংলাদেশে প্রেম করা যাবে না!

বাংলাদেশে নীতি-পুলিশি অবশ্য নতুন কোনও ঘটনা নয়। শেখ হাসিনার (Sheikh Hasina) আমলেও এই ঘটনা দেখা গিয়েছে। ২০১৯ সালে নোয়াখালি-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী এক পার্কে হানা দিয়ে পড়ুয়া যুগলদের দেখতে পেয়ে তাঁদের গালিগালাজ করেন এবং তাঁদের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তিনি এক তরুণীর বাবার ফোন নাম্বার চান। ফোন নাম্বার না দিলে থানায় ধরে নিয়ে যাওয়া হবে বলে হুমকিও দেন তিনি। পরে এই এমপি নিজের পদক্ষেপের সাফাই গেয়ে বলেন, 'আমার সামাজিক দায়িত্ববোধ থেকে সেদিন সেখানে উপস্থিত কিশোর-কিশোরীদের সতর্ক করেছিলাম।' এবার পুলিশকর্মীদেরই এই ভূমিকায় দেখা গেল।

Scroll to load tweet…

মৌলবাদের কবলে বাংলাদেশ

বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে চলে গিয়েছে। সারা দেশেই সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। পুলিশ-সরকার মৌলবাদীদের হয়েই কাজ করছে। ফলে বাংলাদেশে এখন স্বাভাবিক পরিবেশ নেই। তালিবানশাসিত (Taliban) আফগানিস্তানের (Afghanistan) মতোই হয়ে যাচ্ছে বাংলাদেশ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।