Khaleda Zia News: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেই গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েছিলেন বাংলাদেশের (Bangladesh Former PM) প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
Khaleda Zia News: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হতেই গৃহবন্দি দশা থেকে মুক্তি পেয়েছিলেন বাংলাদেশের (Bangladesh Former PM) প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। চলতি বছরের জানুয়ারি মাসে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন তিনি। সেখানে চারমাস চিকিৎসার পর শারীরির পরিস্থিতি কিছুটা স্থিতিশীল বিএনপি (BNP) নেত্রীর। ফলে সোমবারই দেশে ফিরছেন তিনি।
জানা গিয়েছে, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুল্যান্সে করে বাংলাদেশ ফিরবেন খালেদা জিয়া। সঙ্গে দেশে ফিরবেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও। তবে ছেলে তারেক রহমান দেশে ফিরবেন কিনা সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। এদিকে, কাতারের আমিরের তরফে (Quatar Aamir) এর আগের বারও লন্ডন যাওয়ারর সময় খালেদা জিয়ার অসুস্থতার খবরে বিশেষ বিমানের আয়োজন করেছিলেন তিনি। শুধু তাই নয়, লন্ডন থেকে বাংলাদেশ ফেরার সময়ও কাতারের রাজার তরফে বিশেষ বিমানের ব্যবস্থা করছে সেদেশের সরকার। এবারও এয়ার অ্যাম্বুল্যান্সে করেই দেশে ফিরছেন প্রাক্তন প্রধানমন্ত্রী (khaleda Zia)।
এদিকে বিএনপি চেয়ারপার্সনের দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলের কর্মীরা। মনে করা হচ্ছে বাংলাদেশে ভোটের আগে জিয়ার প্রত্যাবর্তনে নতুন করে চাঙ্গা হবে বিএনপি দল। তবে খালেদা জিয়াকে মোটেও পছন্দ করেন না বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান মহম্মদ ইউনূস। স্বাভাবিক ভাবেই বিএনপি নেত্রীর দেশে ফেরা ও বিএনপি শিবির যে আবার ভোটের ময়দানে নামতে পারে, সেই খবরে এবার রাতের ঘুম ছুটবে ইউনূসের (Yunus)। এমনটাই মত আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে বারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এএলএম ফজলুর রহমান পরামর্শ দিয়েছেন যে তার দেশের উচিত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যে আক্রমণ করা এবং দখল করা।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত বাংলাদেশ রাইফেলসের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সাবেক প্রধান রহমানও এই উদ্ভট ধারণা অর্জনে চীনের সঙ্গে সহযোগিতার আহ্বান জানান। ''ভারত পাকিস্তানকে আক্রমণ করলে বাংলাদেশকে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য দখল করতে হবে। এ প্রসঙ্গে চীনের সঙ্গে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করছি।" এমনই মন্তব্য করেছেন রহমান।
মহম্মদ ইউনূস গত মার্চে চীন সফরের সময় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে মন্তব্য করলে উত্তেজনা চরমে ওঠে বলে মনে করা হয়। "ভারতের সাতটি রাজ্য, ভারতের পূর্ব অংশকে সেভেন সিস্টার্স বলা হয়। এগুলি ভারতের একটি স্থলবেষ্টিত অঞ্চল। তাদের সমুদ্রের কাছে পৌঁছানোর কোনো উপায় নেই," বলেন ড. ইউনূস।
তিনি বাংলাদেশকে এ অঞ্চলে 'মহাসাগরের একমাত্র অভিভাবক' অভিহিত করে বলেন, এটি একটি বিশাল সুযোগ হতে পারে, চীনা অর্থনীতির সম্প্রসারণ। এই মন্তব্যের নিন্দা জানিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির একাধিক নেতা। ইউনূসের এই বক্তব্যের কয়েকদিন পরই ভারতের বিমানবন্দর ও বন্দর দিয়ে তৃতীয় কোনও দেশে বাংলাদেশি রপ্তানি পণ্য পরিবহনের প্রায় পাঁচ বছরের পুরনো চুক্তি বাতিল করে ভারত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে


