বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট মহম্মদ ইউনুস বলেন, আওয়ামি লিগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদেরও নিতে হবে।

বাংলাদেশের সাধারণ নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামি লিগ যোগ দেবে কিনা - তাই নিয়ে জল্পনা তুঙ্গে। শেখ হাসিনা দেশের বাইরে। একই সঙ্গে বাইরে রয়েছে তাঁর ছেলে জয়ও। বাংলাদেশে রাজনৈতিক হিংসা চরিতার্থ করা হচ্ছে আওয়ামি লিগের সদস্যদের ওপর। এই অবস্থায় বাংলাদেশের সাধারণ নির্বাচনে আওয়ামি লিগ যোগদান করবে কিনা তা জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট মহম্মদ ইউনুস বলেন, আওয়ামি লিগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় কিনা সেই সিদ্ধান্ত তাদেরও নিতে হবে। তিনি আরও বলেছেন, কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তিনি আরও জানিয়েছেন এই বিষয়ে তিনি কথাই বলতে পারেন না। সম্প্রতি বাংলাদেশে সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। দেশের সাধারণ মানুষও নির্বাচনের দাবি তুলেছেন। এই অবস্থায় আওয়ামি লিগের বিষয়টি প্রাসঙ্গিক। সেই প্রশ্নেই তিনি বলেন, 'আওয়ামি লিগ নির্বানচে অংশগ্রহণ করবে কিনা তার সিদ্ধান্ত দলের নেতা নেত্রীরা নিতে পারেন। আমি এই বিষয়ে কথা বলতে পারি না।' তারপরই তিনি বলেন, নির্বাচন কমিশন এই বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দিতে পারে।

মহম্মদ ইউনুস আরও বলেছেন, হাসিনা সরকারের পতনের পর তাঁকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিতে বলায় তিনি অবাক হয়েছিলেন। তিনি আরও বলেন, তাঁর সরকারের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা ছিল না। চলতি বছরের শেষেই বাংলাদেশে সাধারণ নির্বাচন হতে পারে বলে সম্প্রতি জানিয়েছেন ইউনূস। গত কয়েক মাস ধরে শেখ হাসিনা-পরবর্তী বাংলাদেশে নির্বাচনের আয়োজন নিয়ে আওয়ামী লীগ-বিরোধী দলগুলির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। দ্রুত জাতীয় সংসদের নির্বাচন চেয়ে বিএনপি ক্রমশ অন্তর্বর্তী সরকারের উপর চাপ বৃদ্ধি করছে। অন্য দিকে, জামায়াতে নেতৃত্ব চাইছেন এ ক্ষেত্রে ইউনূসকে ‘প্রয়োজনীয় সময়’ দিতে।

সম্প্রতি বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন মহম্মদ ইউনুস। সেখানেই তিনি বলেন, 'আমরা কাজগুলি সংগঠিত করতে শুরু করি। আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, দেশের জন্য অর্থনীতি ঠিক করা আমাদের অগ্রাধিকার ছিল।' তিনি দেশের পরিস্থিতিকে ঘূর্ণিঝড়ের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড অবস্থাকে তিনি ও তাঁর সহকর্মীরা গুছিয়ে রাখতে শুরু করেছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।