সংক্ষিপ্ত
বেজিংয়ের স্থানীয় সময় অনুসারে শুক্রবার রাত ৮টা ৮ মিনিটে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে CA702 বিমানে চিনের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও বিমানটি ৪৮ মিনিট দেরিতে বুখারেস্ট ছেড়েছিল বলে বেজিংয়ের এক তথ্য প্রযুক্তি সংস্থা ভ্যারিফ্লাইটের তরফে জানানো হয়েছে।
ভারতীয়দের (Indian) পাশাপাশি চিনে (China) আটকে রয়েছেন বহু দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। আর এবার নিজের দেশের নাগরিকদের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Ukraine) থেকে উদ্ধার করল চিন। একটি চাটার্ড বিমানে (chartered Fight) করে ইউক্রেন থেকে নিজের দেশের কয়েকজন পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার করেছে চিন। স্থানীয় সময় অনুসারে শনিবার পূর্ব চিনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হ্যাংজুতে অবতরণ করেছে বিমানটি। এর আগে প্রায় ৩ হাজার চিনা নাগরিককে উদ্ধার করে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল চিনের তরফে। কিন্তু, এবার প্রথম চাটার্ড বিমানে করে নিরাপদে নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে গেল চিন সরকার।
বেজিংয়ের স্থানীয় সময় অনুসারে শুক্রবার রাত ৮টা ৮ মিনিটে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে CA702 বিমানে চিনের নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। যদিও বিমানটি ৪৮ মিনিট দেরিতে বুখারেস্ট ছেড়েছিল বলে বেজিংয়ের এক তথ্য প্রযুক্তি সংস্থা ভ্যারিফ্লাইটের তরফে জানানো হয়েছে। এরপর আরও একটি বিমানে চিনা নাগরিকদের উদ্ধার করা হয়েছে। সেই বিমানটির স্থানীয় সময় অনুসারে সকাল ১০টা ১৫ মিনিটে মধ্য চিনের হেনান প্রদেশের ঝেংঝুতে অবতরণ করে। এই দুটি বিমানই পরিচালনা করে এয়ার চিনা।
আরও পড়ুন- ২৪ ঘন্টা পার, ইউক্রেন থেকে আসেনি ছেলের ফোন, উৎকণ্ঠায় মালদহে থাকা বাবা-মা
এয়ার চিনার চার্টার ফ্লাইটগুলি এয়ারবাস এ৩৩০-৩০০ বিমান ব্যবহার করে। যার সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা ৩০১ জন। প্রথম চাটার্ড বিমানে করে নিজের দেশে ইতিমধ্যেই পৌঁছে যাওয়া দুই পড়ুয়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, "বিমানে চড়ার আগে আমাদের অভিজ্ঞতা ছিল একেবারে স্বপ্নের মতো। ওই পরিস্থিতিতে সাহায্যের জন্য চিনের দূতাবাসকে অনেক ধন্যবাদ। এছাড়া সেখানকার বহু মানুষও আমাদের সাহায্য করেছেন। তাঁদেরও ধন্যবাদ জানাচ্ছি। আমরা শান্তি চাই, আর যুদ্ধ চাই না।"
আরও পড়ুন- তিনবার খুনের চেষ্টা ইউক্রেনের প্রেসিডেন্টকে, কোনওক্রমে প্রাণে বাঁচলেন জেলেনস্কি
বৃহস্পতিবার বিকেল পর্যন্ত প্রায় সব চিনা নাগরিককে ইউক্রেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে সেখানে অবস্থিত চিনা দূতাবাসের তরফে জানানো হয়েছে। জানানো হয়েছে, ইউক্রেন সরকার খারকিভ থেকে ১৮০ জন চিনা পড়ুয়াকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছিল। জানা গিয়েছে, ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলিতে এখনও বহু চিনা নাগরিক রয়েছেন। তাঁদের উদ্ধার করার জন্য শনিবার এবং রবিবার আরও চারটি চার্টার্ড বিমান রোমানিয়ায় যাবে তাঁদের উদ্ধার করতে।
উল্লেখ্য, কয়েকদিন আগে চিন সরকারের তরফে ইউক্রেনে আটকে থাকা নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ইউক্রেনে আটকে পড়া তাদের নাগরিকরা যেন ব্যবহার ঠিক রাখেন। স্থানীয় মহিলা ও শিশুদের সঙ্গে ব্যবহার যথাযথ করার পরামর্শ দেওয়া হয়। শান্ত হয়ে থাকার ও স্থানীয়দের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করার কথা বলা হয়। পাশাপাশি দলবদ্ধভাবে রাস্তায় বের হওয়ার উপরও জোর দিয়েছিল চিন সরকার।