পাকিস্তানের রাজনীতিতে ধ্বস এখন ও বহাল। অনাস্থা ভোটের হেরে গিয়েছেন ইমরান খান। এই মুহূর্তে পাক মসনদে কে বসবেন সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব। তবে এখনই হাল ছাড়েন নি ইমরান খান। ভোটে হারের পর পাকিস্তানে স্বাধীনতার যুদ্ধ শুরু হল বলে মন্তব্য করেছেন তিনি। তবে এক ইমরান খানই নন তাঁর সমর্থনে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ, সেনাদের বিরুদ্ধে তুলেছেন স্লোগান ও।