কিয়েভ থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে রয়েছে আন্তনোভ বিমানবন্দর। সেখান থেকেই রুশ কনভয়ের যাত্রা শুরু হয়েছে। ম্যাক্সার টেকনোজলি নামের সংস্থাটি জানিয়েছে, ইউক্রেন সীমান্চের উত্তরে ৩২ কিলোমিটারেরও কম দক্ষিণে অবস্থিত বেলারুশে অতিরিক্ত সেনা বাহিনী মোতায় করেছে মস্কো।