Balochistan Independence: ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার (India-Pakistan Tension) মধ্যেই পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করার জন্য চূড়ান্ত লড়াই শুরু করেন বালোচিস্তানের স্বাধীনতাকামীরা। তাঁরা এবার স্বাধীন রাষ্ট্রের কথা ঘোষণা করে দিলেন।

Republic of Balochistan: ঝোপ বুঝে কোপ। ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার (India-Pakistan Tension) মধ্যেই পাকিস্তান থেকে আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করে দিলেন বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলনের নেতারা। মীর ইয়ার বালোচ-সহ (Mir Yar Baloch) বালোচিস্তানের বিভিন্ন সংগঠনের নেতারা পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন। ফলে বিশ্বের নবতম রাষ্ট্র হতে চলেছে বালোচিস্তান। স্বাধীনতা ঘোষণার পর 'বালোচিস্তান প্রজাতন্ত্র' সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। বিশ্বজুড়ে এখন বালোচিস্তান নিয়ে আলোচনা চলছে। বিখ্যাত লেখক এবং বালোচিস্তানের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা মীর ইয়ার বালোচ 'এক্স' হ্যান্ডলে একাধিক পোস্টের মাধ্যমে বালোচিস্তানের স্বাধীনতার কথা ঘোষণা করেছেন। তিনি ভারত ও রাষ্ট্রপুঞ্জের কাছে স্বাধীন বালোচিস্তানকে স্বীকৃতি দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। নয়াদিল্লিতে বালোচ দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়ার জন্যও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানিয়েছেন মীর ইয়ার বালোচ। তিনি বালোচিস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য রাষ্ট্রপুঞ্জের কাছে আবেদন জানিয়েছেন। একইসঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীকে বালোচিস্তান থেকে সরে যেতে বলেছেন।

ভারত-পাকিস্তান উত্তেজনার সুযোগ নিতে চাইছেন বালোচ নেতারা

৭ মে গভীর রাতে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করে ভারতীয় সেনা (Indian Army)। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)। ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার মধ্যেই স্বাধীনতার জন্য মরিয়া লড়াই শুরু করেন বালোচিস্তানের বিদ্রোহীরা। এই লড়াইয়ে ভারতের কাছ থেকে সাহায্য চাইছেন বালোচিস্তানের স্বাধীনতাপন্থীরা। তাঁদের আশা, ভারত ও রাষ্ট্রপুঞ্জ স্বাধীন বালোচিস্তানকে স্বীকৃতি দেবে।

Scroll to load tweet…

'আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি'

১০০টিরও বেশি গ্যাস কূপ-সহ ডেরা বুগতি অঞ্চলে পাকিস্তানের গ্যাসক্ষেত্রগুলিতে বালোচ স্বাধীনতা সংগ্রামীরা হামলা চালিয়েছেন বলে মীর ইয়ার বালোচ জানিয়েছেন। তিনি 'এক্স' হ্যান্ডলে একটি পোস্টে বলেছেন, ‘সন্ত্রাসবাদী পাকিস্তানের পতন আসন্ন, শীঘ্রই একটি ঘোষণা আসবে। আমরা আমাদের স্বাধীনতা দাবি করছি এবং দিল্লিতে বালোচিস্তানের একটি দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়ার জন্য ভারতকে অনুরোধ করছি।’ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও আবেদন জানিয়েছেন। ‘বালোচিস্তানের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে এবং স্বীকৃতির জন্য আপনাদের সমর্থন প্রদানের জন্য রাষ্ট্রপুঞ্জের সব সদস্যকে একটি সভা আহ্বান করার জন্য আমরা রাষ্ট্রপুুঞ্জকে অনুরোধ করছি।’ 'অর্থ লেনদেন এবং পাসপোর্ট ছাপানোর জন্য কোটি কোটি টাকা দেওয়া উচিত,' দাবি জানিয়েছেন মীর ইয়ার বালোচ।

Scroll to load tweet…

Scroll to load tweet…

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।