Balochistan Liberation: ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় তৎকালীন পূর্ব পাকিস্তান। সৃষ্টি হয় বাংলাদেশ (Bangladesh)। এবার বালোচিস্তানও স্বাধীন রাষ্ট্র হতে চলেছে। পাকিস্তানের হাতের বাইরে চলে যাচ্ছে এই ভূখণ্ড।
Balochistan Freedom Movement: ভারতকে সামলাবে না বালোচিস্তানের (Balochistan) স্বাধীনতা আন্দোলন দমন করবে? দিশেহারা পাকিস্তান। একদিকে যখন ভারত-পাকিস্তান সংঘর্ষ (India-Pakistan Conflict) ক্রমশঃ বাড়ছে, ঠিক তখনই বালোচিস্তানের বিদ্রোহীদের সংগঠনগুলি পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়ে স্বাধীন রাষ্ট্র তৈরি করার চেষ্টা করছে। পাকিস্তানের দখলদারি-মুক্ত বালোচিস্তান রাষ্ট্র গঠনের সম্ভাবনা বাড়ছে। বালোচিস্তানের বেশিরভাগ অংশই এখন তিনটি বিদ্রোহী সংগঠনের দখলে। বালোচিস্তানের বিদ্রোহীরা বিভিন্ন জায়গায় পাকিস্তানের পতাকা নামিয়ে তাঁদের নিজস্ব পতাকা উত্তোলন করেছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ও ভিডিও ভাইরাল। বালোচিস্তানের বিদ্রোহীরা পাক সেনার উপর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলায় পাক সেনা ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। 'অপারেশন সিঁদুর'-এর পর পাক সেনার উপর হামলা বাড়িয়ে দিয়েছে বালোচ বিদ্রোহীরা। তারা পরিস্থিতির সুযোগ নিতে চাইছে। পাক সেনা এখন ভারতের প্রত্যাঘাত সামাল দিতে নাজেহাল। এরই মধ্যে বালোচিস্তানের স্বাধীনতা-যুদ্ধ পাক সেনাকে প্রবল চাপে ফেলে দিয়েছে।
স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাবে বালোচিস্তান?
পাক সেনার উপর হামলা চালানোর পাশাপাশি আন্তর্জাতিক মহলেও স্বাধীন রাষ্ট্রের দাবি জানাচ্ছেন বালোচ বিদ্রোহীরা। বালোচিস্তানের বিশিষ্ট সাহিত্যিক মীর ইয়ার বালোচ সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন, পাকিস্তানের দখলমুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছে বালোচিস্তান। রাষ্ট্রপুঞ্জের কাছ থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি চাইছে বালোচিস্তান। নয়াদিল্লিতে বালোচিস্তানের দূতাবাসও তৈরি করতে চাইছেন মীর।
বালোচ বিদ্রোহীদের দখলে কোয়েটা শহর
বালোচিস্তানের রাজধানী শহর কোয়েটার উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে পাকিস্তানি সেনা। এই শহরটিও স্বাধীন হয়ে গিয়েছে বলে দাবি বিদ্রোহীদের। অনেক দশক ধরে স্বাধীনতার লক্ষ্যপূরণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন বালোচিস্তানের মানুষ। এবার তাঁদের সেই লক্ষ্যপূরণ হতে চলেছে বলে আশা করছেন বিদ্রোহীরা।
হাতের বাইরে বালোচিস্তান, স্বীকার পাক প্রধানমন্ত্রীর
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি (Shahid Khaqan Abbasi) স্বীকার করেছেন, পাকিস্তান সরকার ও সেনাবাহিনী বালোচিস্তানের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে। বিশেষ করে দিনের আলো ফুরিয়ে যাওয়ার পর বিদ্রোহীদের দখলে চলে যাচ্ছে বালোচিস্তান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

