পৃথক সিন্ধুদেশ গঠনের দাবিতে উঠল স্লোগান, ঘরে-বাইরে চাপে শাহবাজ সরকার
Pakistan Violence News: এবার কী পৃথক সিন্ধুদেশ গঠনের পথে পাকিস্তান? বিক্ষোভকারীদের সঙ্গে দফায়-দফায় সঙ্ঘর্ষে উত্তপ্ত এলাকা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

সিন্ধুদেশ গঠনের দাবি
পাকিস্তানের করাচিতে পৃথক ‘সিন্ধুদেশ’ গঠনের দাবিকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। দাবি ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে। শহরের বিভিন্ন এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে।
কী কারণে বিক্ষোভ?
জিয়েসিন্দ মুতাহিদা মহাজ (JSSM)-এর ব্যানারে বিপুল সংখ্যক সিন্ধি বিক্ষোভকারী ‘আজাদি’ ও ‘পাকিস্তান মুর্দাবাদ’ স্লোগান তোলেন। সিন্ধু মুক্তির দাবিতে এই বিক্ষোভে পুনরায় জোরালো হয় সিন্ধি জাতীয়তাবাদী দলগুলোর দীর্ঘদিনের দাবি। মহাভারতের উল্লেখ অনুযায়ী, বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশের প্রাচীন নাম ছিল ‘সিন্ধুদেশ’। পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত সিন্ধ দেশটির তৃতীয় বৃহত্তম প্রদেশ।
প্রশাসন-জনতা সঙ্ঘর্ষে উত্তপ্ত এলাকা
রবিবার পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে যখন প্রশাসন বিক্ষোভকারীদের মিছিলের রুট পরিবর্তন করে দেয়। যা হাজারো আন্দোলনকারীর ক্ষোভের কারণ হয়। ফলে পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ রূপ নেয়।
বাড়ছে আহতের সংখ্যা
স্থানীয় সূত্রে খবর, সহিংসতার ঘটনায় কমপক্ষে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
বিক্ষোভকারীদের তাণ্ডব
পরে পরিস্থিতি আরও অবনতি ঘটে, যখন বিক্ষোভকারীদের একাংশ নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে ও ভাঙচুর চালাতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে জনতাকে ছত্রভঙ্গ করে।

