India Pakistan Conflict News: ভারত পাক দ্বন্ধে জল না পেয়ে এবার শুকোচ্ছে পাকিস্তান। সিন্ধু জলচুক্তি নিয়ে কিছু একটা পদক্ষেপ করুন। শাহবাজ শরিফ সরকারের কাছে কাতর আর্জি পাক সেনেট সদস্যের। জানুন বিস্তারিত…
India Pakistan Conflict News: ভারতের জল বন্ধে পাকিস্তান যে শুকিয়ে মরছে, তা প্রকাশ পেল খোদ সেদেশের সাংসদের গলায়। সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়ার পর থেকেই ভারতকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল পাকিস্তান। যদিও তাতে কাজ না হওয়ায় এবার শরিফ সরকারকে সরাসরি পদক্ষেপের আর্জি পাকিস্তান সেনেটের এক সদস্যের। সৈয়দ আলি জাফর নামের ওই সেনেট সদস্যের দাবি 'ভারত যে জলবোমা ফেলেছে সেটা নিস্ক্রিয় করুন'। শাহবাজ সরকারের কাছে এমনটাই আর্জি জানিয়েছেন ওই সেনেট সদস্য।
জানা গিয়েছে, সেনেটে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের বিরোধী দল তথা তেহরিক ই-ইনসাফ পার্টির নেতা সৈয়দ আলি জাফর বলেন, ''সিন্ধু নদীর জলের উপর ১০ জনের মধ্যে ৯ জন নির্ভরশীল। এই সংঙ্কট যদি মেটানো না যেতে পারে তাহলে একটা বড় অংশের মানুষ খিদেতে মারা যেতে পারে।'' এখানেই শেষ নয়, তিনি আরত বলেন-''আমরা যদি এখনই জল সঙ্কট না মেটায় তাহলে আমরা ক্ষুধায় মারা যেতে পারি। কারণ, সিন্ধু অববাহিকা আমাদের দেশের লাইফলাইন। দেশের বাইরে থেকে তিন-চতুর্থাংশ জল আসে আমাদের। প্রতি ১০ জনের মধ্যে ৯ জনই জীবনধারণ করছে আন্তর্জাতিক অববাহিকার এই জল দিয়ে।
সৈয়দ আলি জাফর বলেন, ''পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের ৯০ শতাংশ শস্য চাষ এই নদীর জলের উপর নির্বরশীল। আমাদের সব বিদ্যুৎ প্রকল্প, বাঁধ এই নদীর জলের উপরই নির্ভর করে তৈরি হচ্ছে। তাই আমাদের এটা বোঝা উটিত যে, সিন্ধু জলচুক্তি স্থগিত আসলে আমাদের উপর একটি বোমা হিসেবে ঝুলছে। সেটা আমাদেরই নিস্ক্রিয় করতে হবে। আমদেরই সমাধান করতে হবে।''
উল্লেখ্য, ১৯৬০ সালে সিন্ধু জলচুক্তি অনুযায়ী, সিন্ধু, ঝিলম ও চন্দ্রভাগা নদীর জল ব্যবহার করার অনুমতি রয়েছে পাকিস্তানের (Pakistan News)। ভারত ইরাবতী, শতদ্রু ও বিপাশা নদীর জল ব্যবহার করতে পারে। আর এই নদীগুলি পাকিস্তানের জলের যোগান ও সেচকাজের জল সরবরাহ করে। ভারত এই জলচুক্তি স্থগিত ঘোষণা করার শুরু থেকেই আপত্তি জানিয়ে এসেছিল পাকিস্তান। আন্তর্জাতিক মহলেও জানানো হয়েছে বিষয়টি। এমনকি সিন্ধু জলচুক্তি নিয়ে ইসলামাবাদ থেকেও চিঠি এসে পৌঁছেছে ভারতে।
অন্যদিকে, পাকিস্তানের জন্য প্রস্তাবিত ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিশ্বব্যাঙ্ক (World Bank) তহবিল প্যাকেজের বিরোধিতা করছে ভারত। আগামী মাসে পাকিস্তানকে এই অর্থসাহায্য করতে চলেছে বিশ্বব্যাঙ্ক। ভারত এই আর্থিক সাহায্যের পরিকল্পনা পুনর্বিবেচনার আর্জি জানাচ্ছে। পাকিস্তানের আন্তর্জাতিক আর্থিক সাহায্য অস্ত্র ক্রয়ের জন্য অপব্যবহারের ভয়াবহ রেকর্ড প্রকাশ করেছে ভারত।
সংবাদসংস্থা পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে, একজন উচ্চপদস্থ কেন্দ্রীয় সরকারি আধিকারিক জানিয়েছেন, পাকিস্তান দীর্ঘদিন ধরে অর্থনৈতিক উন্নতির জন্য বহুপাক্ষিক সাহায্যকে তার সামরিক বাহিনীকে শক্তিশালী করতে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা করার জন্য অপব্যবহার করে আসছে। এই কারণে বিশ্বব্যাঙ্ক, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (International Monetary Fund) মতো সংস্থাগুলির পাকিস্তানকে সাহায্য করা উচিত নয়। এই সরকারি আধিকারিক জানিয়েছেন, 'উন্নয়নশীল দেশগুলিতে বহুপাক্ষিক সংস্থাগুলির তহবিল দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নের লক্ষ্যে ব্যবহারের জন্য। কিন্তু পাকিস্তানের রেকর্ড সামরিক উদ্দেশ্যে এগুলি অপব্যবহার করার।' পাকিস্তান যাতে ফের আন্তর্জাতিক অর্থসাহায্য পেয়ে সেই অর্থ দিয়ে সন্ত্রাসবাদীদের সাহায্য করতে না পারে, সেই চেষ্টা করছে ভারত।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


