India-Pak conflict: ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের বিমান, ড্রোন এবং সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতির আর্থিক পরিমাণ প্রকাশিত রিপোর্টে উঠে এসেছে।

India-Pak conflict: ভারতীয় সেনার দাপটে হতাশ পাক সেনা। ভারতের সুদর্শন চক্রের সামনে আকাশেই মাথা কেটে আলাদা হয়ে গিয়েছে পাক যুদ্ধবিমান থেকে ড্রোনের। জেনে নিন কত টাকা ক্ষতি হল শেহবাজ শরিফের। সূত্রের খবর, ইতিমাধ্যেই পাকিস্তানের সামরিক ক্ষয়ক্ষতি সংক্রান্ত একটা রিপোর্ট সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে আকাশ যুদ্ধে একেবার মুখ থুবড়ে পড়েছে পাক বায়ু সেনা।

চারটি F16 যুদ্ধবিমান ভেঙে পড়েছে। যার মোট মূল্য ৩৪৯.৫২ মিলিয়ন মার্কিন ডলার।

SAAB 2000 ERIEYE AEW&C যুদ্ধবিমান ভেঙে পড়েছে ১টি। যার মূল্য ৯৩ মার্কিন ডলার।

IL78 REFUELING TANKER ভেঙে গিয়েছে। তার মূল্য ৩৫ মার্কিন ডলার।

CM- 400 AKG MISSILE নামক একাধিক ভারতের উদ্দেশ্যে পাঠালেও ২ কোনওরকম কাজ না করেই ভেঙে পড়েছে। যার মোট মূল্য ৩.২ মিলিয়ন মার্কিন ডলার।

শাহীন গোত্রের মিসাইল পাঠানো হলেও ২ টি কোনও কাজ না করেই ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের আঘাতে ভেঙে পড়েছে। যার মোট মূল্য ৮ মিলিয়ন মার্কিন ডলার।

৬টি BAYRAKTAR TB2 ড্রোন পাঠানো হয়েছিল ভারতীয় সামরিক ঘাঁটি লক্ষ্য করে। কিন্তু, আঘাত আনার আগেই ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের পাল্টা আঘাতে কার্যত গুড়িয়ে দিয়েছিল। এর মূল্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার।

তেমনই বায়ু সেনাঘাঁটিতে দাঁড়ানো একটি F16 BLOCK 52D যুদ্ধবিমান ভারতীয় মিসাইলের আঘাত টিকে থাকতে পারেনি। যার মূল্য ৮৭.৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

একটি C-130H হারকিউলিস যুদ্ধবিমান বায়ুসেনা ঘাঁটতি দাঁড়িয়ে ছিল। ক্ষতি হয়েছে ৪০ মিলিয়ন মার্কিন ডলার।

অত্যাধুনিক HQ-9 একটি রাডার সম্পূর্ণ তছনছ করে দিয়েছে ভারতীয় মিসাইল। যার মূল্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার।

ভারতীয় মিসাইলের ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের বায়ু সেনাঘাঁটিতে থাকা মোবাইল কমান্ড সেন্টার। যার মূল্য ৫ মিলিয়ন মার্কিন ডলার।

আকাশে যুদ্ধবিমান পাঠানো এবং স্ট্রাইক করার জন্য প্রায় ৭২৫ মিলিয়ন মার্কিন ডলার খরচ হয়েছে পাকিস্তান প্রশাসনের।

ড্রোন এবং মিসাইল অপারেশনের জন্য খরচ হয়েছে ৪৫০ মিসিয়ন মার্কিন ডলার।

বর্ডারে অতিরিক্ত সেনা, সামরিক রসদ এবং SAM অপারেশন প্রক্রিয়ায় খরচ হয়েছে ৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার।

তেমনই ক্ষতি হয়েছে বায়ু সেনাগুলোতে। পাকিস্তানের নূর খান বায়ুসনা ঘাঁটির পাঁজরই ভেঙে দিয়েছে ভারত। ক্ষতি হয়েছে ১২৫ মিলিয়ন মার্কিন ডলার।

স্কারগোধা বা মোশারফ বায়ু সেনা ঘাঁটি ভারতীয় মিসাইলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মূল্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার।

বাকি যে যে সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলোর মোট ক্ষতির পরিমাণ ৪৭৫ মার্কিন ডলার।