Kolkata News: শহরে ফের সক্রিয় প্রতারণা চক্র। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। কোথায় ঘটেছে এই ঘটনা? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
Kolkata News: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় ঋণের নামে প্রতারণার অভিযোগ। কলকাতা থেকে গ্রেফতার ভিনরাজ্যর ৫ জন। জানা গিয়েছে, কলকাতা সাইবার পুলিশের একটি মামলার সূত্র ধরে বড়সড় প্রতারণা চক্রের হদিশ মিলল। সাইবার পুলিশ স্টেশন, কলকাতার মামলা নং ০২ (তারিখ ০৭.০১.২০২৬) অনুযায়ী অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি পুর্ব যাদবপুর থানার আওতায় একটি অভিযান চালানো হয়।
শহর কলকাতায় ফের সক্রিয় প্রতারণা চক্র:-
সূত্রের খবর, অভিযানে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার নামে ভুয়ো ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতরা হল—আমির খান (৩২), রাঠিন সি. ডি. (২৬), মহম্মদ নিজামউদ্দিন সিদ্দিকি (৩৬), ভিলাস শিন্ডে (৪৪) এবং মধুসূদন এইচ. আর. (৩১)। ধৃতদের বাড়ি বিহার ও কর্ণাটকের বিভিন্ন জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৯ জানুয়ারি সন্ধ্যা ৭টা ৫০ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিটের মধ্যে পুর্ব যাদবপুর থানার অন্তর্গত কলকাতার নিতাই নগর এলাকার জয়মাতারানি টাওয়ারের দ্বিতীয় তলার একটি ঘর থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে মোট ৮টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৬টি কি-প্যাড মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই মোবাইলগুলিই প্রতারণামূলক কাজের জন্য ব্যবহার করা হত। তথ্যপ্রযুক্তি আইন, ২০০০-এর একাধিক ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে। ধৃত সকল অভিযুক্তকে আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, বচসার জেরে এক যুবককে ক্ষুর দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠলো এক সেলুন মালিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়ার হাঁসখালি বিডিও অফিস সংলগ্ন এলাকায় মৃতের নাম ইনসান মণ্ডল, বয়স ৩০ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক পেশায় নির্মাণ শ্রমিক। শনিবার হাঁসখালি বিডিও অফিস সংলগ্ন একটি সেলুনের মালিক সুজিত সর্দারের সঙ্গে কোনও কারণবশত বচসায় জড়িয়ে পড়ে ওই যুবক। অভিযোগ, সেই সময় ওই যুবককে খুর দিয়ে কোপায় ওই সেলুন মালিক। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। পুলিশ ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


