Operation Sindoor: পাকিস্তানের অভ্যন্তরে হানা দিয়ে একাধিক জঙ্গি শিবির ধ্বংস করে দিয়েছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানের জঙ্গিদের পাশাপাশি কুখ্যাত অপরাধী দাউদ ইব্রাহিমও আতঙ্কিত হয়ে পড়েছে বলে শোনা যাচ্ছে।

Dawood Ibrahim Fled Pakistan: প্রাণ বাঁচাতে পাকিস্তান (Pakistan) ছেড়ে পালিয়ে গিয়েছে ভারতের মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim)। বিশেষ সূত্রে এমনই জানা গিয়েছে। তবে দাউদ কোন দেশে পালিয়ে গিয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এই কুখ্যাত অপরাধীর সঙ্গে তার দুই ঘনিষ্ঠ সঙ্গী ছোটা শাকিল (Chota Shakeel) ও মুন্না ঝিংরাও (Munna Jhingra) পাকিস্তান ছেড়ে পালিয়েছে বলে জানা গিয়েছে। তারা পাকিস্তানে থাকার সাহায্য পাচ্ছে না। কারণ, 'অপারেশন সিঁদুর'-এ (Operation Sindoor) পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গি শিবির ধ্বংস হয়ে গিয়েছে। এই প্রত্যাঘাতই শেষ নয়, পাকিস্তানে আক্রমণ চালিয়ে যাচ্ছে ভারতীয় সেনা। দাউদ বেশ কয়েক বছর ধরে করাচিতে (Karachi) থাকছিল। এই শহরেও ভারতীয় সেনা আঘাত হেনেছে বলে জানা গিয়েছে। এই কারণেই আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে পাকিস্তান ছেড়েছে দাউদ।

দাউদকে নিয়ে পরস্পর-বিরোধী দাবি

অন্য একটি সূত্র থেকে আবার দাবি করা হয়েছে, করাচির আস্তানা ছাড়লেও, পাকিস্তানেই অন্য কোথাও লুকিয়ে আছে দাউদ। তার সঙ্গীরাও পাকিস্তানেই লুকিয়ে আছে। যদিও এই দাবির সত্যতা জানা যায়নি। ভারতের গোয়েন্দা সংস্থা দাউদের গতিবিধি সম্পর্কে খোঁজ নেওয়া শুরু করেছে। দাউদ সত্যিই পাকিস্তান ছেড়ে পালিয়েছে না পাকিস্তানেই কোথাও লুকিয়ে আছে, সে বিষয়ে প্রকৃত তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। গোয়েন্দাদের সন্দেহ, বিভ্রান্তি ছড়ানোর জন্যই হয়তো নানা ধরনের খবর রটিয়ে দিচ্ছে দাউদ ও তার সঙ্গীরা।

দাউদকে লুকিয়ে রেখেছে আইএসআই?

অমসর্থিত সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই করাচি থেকে দাউদ ও তার পরিবারের সদস্যদের সরিয়ে পাকিস্তানেরই অন্য কোনও শহরে নিয়ে গিয়ে রেখেছে। ভারতীয় সেনা বেছে বেছে জঙ্গিঘাঁটি ধ্বংস করে দিচ্ছে। করাচিতে দাউদের আস্তানা নিশানা করেও আঘাত হানা হতে পারে বলে আশঙ্কা পাকিস্তানের। অতীতে অন্তত তিনবার দাউদকে মারার চেষ্টা করেছে ভারত। কিন্তু কোনওবারই সাফল্য পাওয়া যায়নি। বর্তমান পরিস্থিতিতে দাউদকে রক্ষা করতে মরিয়া পাকিস্তান।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।