অপারেশন সিঁদুরের সময় মুরিদ বিমানঘাঁটির ওই ভবন থেকেই ভারতের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান সেনা। পাল্টা হামলা চালিয়েছিল ভারতও। ভারতের হামলায় মুরিদ বিমানঘাঁটির যথেষ্ট ক্ষতি হয়েছিল।
গত ১০ মে অপারেশন সিঁদুর-এর সময় ভারতীয় সেনার ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়ে গিয়েছিল পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি মুরিদ বিমানঘাঁটি। সেই কথা স্বীকার করে নিয়েছিলেনসেই সময়ের পাকিস্তানের প্রধান লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। কিন্তু বর্তমানে পাকিস্তানের পাক পঞ্জাবের সেই মুরিদ বিমানঘাঁটিকে কোনও গোপন অভিযান চালাচ্ছে পাক সেনা। কারণ স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে সম্পূর্ণ ভিন্ন ছবি।
স্যাটেলাইট ইমেজে মুরিদ বিমানঘাঁটির ছবি
স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে মুরিদ বিমানঘাঁটিতে লাল রঙের ত্রিপল জাতীয় কিছু একটা টাঙানো রয়েছে। এনডিটিভি একটি উপগ্রহ চিত্রের ছবি প্রকাশ করেছে। সেখানেই দেখা যাচ্ছে লাল রঙের ত্রিপল টাঙানো রয়েছে। অনেকেই মনে করছেন, লাল ত্রিপলের আড়ালে পুনর্নির্মাণ নাকি এটি প্রত্যাঘাতের প্রস্তুতি চলছে তা নিয়ে উঠছে প্রশ্ন।
অপারেশন সিঁদুরের সময় মুরিদ বিমানঘাঁটির ওই ভবন থেকেই ভারতের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছিল পাকিস্তান সেনা। পাল্টা হামলা চালিয়েছিল ভারতও। ভারতের হামলায় মুরিদ বিমানঘাঁটির যথেষ্ট ক্ষতি হয়েছিল। তেমনই স্বীকার করে নিয়েছিল পাক সেনা। কিন্তু সেখানে লাল ত্রিপল টাঙিয়ে কী করছে পাক সেনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পাক সেনা তাই নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি।
মুরিদ বিমানঘাঁটির অবস্থান
পাক অধিকৃত কাশ্মীরের কাছেই চাকওয়ালে অবস্থিত মুরিদ বিমানঘাঁটি। এটি পাক বায়ুসেনার ড্রোনবহরের সদর। এই বিমানঘাঁটিতে পাঁচটি ড্রোন স্কোয়াড্রন অপারেশন সিঁদুরের প্রথম তিন দিন ধরে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন করে ধারাবাহিকভাবে হামলা চালিয়েছিল। কিন্তু পাল্টা প্রত্যাঘাত চালিয়েছিল ভারতীয় সেনা। তাতে প্রচন্ড ক্ষতি হয়েছিল মুরিদ বিমানঘাঁটির।
এই ঘটনার কয়েক দিন পরেই স্যাটেলাইন ছবিতে দেখা গিয়েছিল সবুজ ত্রিপল টাঙানো রয়েছে। এবার দেখা যাচ্ছে সেটিতে টাঙান রয়েছে লাল রঙের ত্রিপল। তাতেই মনে করা হচ্ছে পাক সেনা কোনও গোপন কাজ করছে মুরিদ বিমানঘাঁটিতে।
