Pakistan Terror Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। বেছে বেছে হিন্দুদের নৃশংস এই খুনের প্রতিবাদ।    

Pakistan Terror Attack: কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর জঙ্গি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান। বেছে বেছে হিন্দুদের নৃশংস এই খুনের প্রতিবাদে ইতিমধ্যে পড়শী দেশকে শিক্ষা দিতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে ভারত সরকার (India Pakistan Clash)। বাতিল সার্ক ভিসা, স্থগিত রাখা হয়েছে সিন্ধু জলচুক্তি। আর ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যেন আরও তেড়েফুঁড়ে উঠেছে পাকিস্তান। কারণ, এবার ভারতকে সরাসরি পরমাণু যুদ্ধের হুমকি দিয়েই দিলেন খোদ পাক মন্ত্রী।

পরমাণু যুদ্ধ নিয়ে কী বলেছেন পাকিস্তানের মন্ত্রী? (Pak minister s open threat to India):-

রবিবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি সম্প্রতি এক বিস্ফোরক মন্তব্য করে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলেন, ''পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার - যেখানে ঘৌরি, শাহিন ও গজনভির মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং ১৩০টি পরমাণু বোমা রয়েছে - শুধুমাত্র ভারতের জন্যই তৈরি করে রাখা হয়েছে।''

জল বন্ধ করলে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত থাকুক ভারত, হুঁশিয়ারি পাক মন্ত্রীর:-

সিন্ধু জলচুক্তি স্থগিত করে ভারত যদি পাকিস্তানের জল সরবরাহ বন্ধ করার দুঃসাহস দেখায়, তাহলে তাদের "পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে" হবে বলে কড়া হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি। তিনি আরও স্পষ্ট করে বলেন, ''পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার প্রদর্শনের জন্য নয়। সেগুলি দেশের বিভিন্ন প্রান্তে গোপন স্থানে রাখা আছে এবং কোনো প্রকার উস্কানি পেলে তা আঘাত হানতে প্রস্তুত।''

মন্ত্রী আব্বাসি আরও বলেন, "যদি তারা আমাদের জল সরবরাহ বন্ধ করে, তাহলে তাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। আমাদের কাছে যে সামরিক সরঞ্জাম, যে ক্ষেপণাস্ত্র রয়েছে, সেগুলি দেখানোর জন্য নয়। দেশের কোথায় আমরা আমাদের পারমাণবিক অস্ত্র রেখেছি, তা কেউ জানে না। আমি আবারও বলছি, এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো, তাদের সবগুলোই তোমাদের দিকে তাক করা।"

মন্ত্রীর এই যুদ্ধংদেহী মন্তব্য ফের একবার ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি করল। জলবন্টন নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক থাকলেও, এই ধরনের সরাসরি হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। আন্তর্জাতিক মহল এই মন্তব্যের প্রতিক্রিয়া কীভাবে নেয়, সেদিকেই এখন সকলের নজর।

পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ভারতের, সিন্ধু জলচুক্তি স্থগিত ও ভিসা বাতিল:-

কাশ্মীরের মিনি সুইজারল্যান্ড নামে বিখ্যাত পহেলগাঁওয়ে গত মঙ্গলবার পর্যটকদের উপর নির্বিচারে হামলা চালায় পাক জঙ্গিরা। নৃশংস এই খুনের ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলা সহ দেশ-বিদেশ মিলিয়ে ২৬ পর্যটক। আর তাতেই আগুনে ঘৃতাহুতি। পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ নিতে একাধিক বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারত পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কঠোর পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত এবং পাকিস্তানি নাগরিকদের জন্য সমস্ত ভিসা বাতিল করা। নয়াদিল্লি স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপ বরদাস্ত করবে না। এবং পাকিস্তানকে এর জন্য চরম মূল্য দিতে হবে। এদিকে, সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্তে দুই দেশের মধ্যে জলবন্টন নিয়ে দীর্ঘদিনের চুক্তিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। পাশাপাশি, ভিসা বাতিলের ফলে দুই দেশের মধ্যে স্বাভাবিক যোগাযোগ এবং কূটনৈতিক সম্পর্ক আরও কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। ভারতের এই কঠোর পদক্ষেপের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের আরও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মহল এখন এই পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছে এবং দেখছে পাকিস্তান এর কীভাবে প্রতিক্রিয়া জানায়।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নাটকীয় মোড়। পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার (Lashkar-e-Taiba) ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front) মঙ্গলবার পহেলগাঁওয়ে হামলার কয়েক ঘণ্টার মধ্যেই দায়স্বীকার করলেও, এবার এই সন্ত্রাসবাদী হামলায় তাদের ভূমিকা অস্বীকার করেছে। মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। এই ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে। 

প্রাথমিকভাবে একটি বিবৃতিতে রক্তপাতের দায় স্বীকার করেছিল TRF। কিন্তু রাওয়ালপিন্ডিতে তাদের হ্যান্ডলারদের সরাসরি চাপের মুখে শনিবার এই জঙ্গি সংগঠন হামলার দায় অস্বীকার করেছে। এর আগে তারা যে বিবৃতি জারি করেছিল, তা অনুমোদিত ছিল না বলে দাবি করেছে এই জঙ্গি সংগঠন। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা একটি বিবৃতিতে TRF বলেছে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জন্য তাদের দায়ী করা 'মিথ্যা' এবং 'তাড়াহুড়ো'। এই জঙ্গি সংগঠনের দাবি, ভারতের সাইবার গোয়েন্দারা তাদের ওয়েবসাইট হ্যাক করে এই ঘটনা ঘটিয়েছেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।