- Home
- World News
- Pakistan News
- ভয়ে মাথা খারাপ হওয়ার যোগাড়! ট্রাম্প এফ-৩৫ মোদীকে দেবেন বলায় কাঁপছে পাকিস্তান
ভয়ে মাথা খারাপ হওয়ার যোগাড়! ট্রাম্প এফ-৩৫ মোদীকে দেবেন বলায় কাঁপছে পাকিস্তান
আমেরিকা ভারতকে F-35 বিক্রির চেষ্টা করছে। এদিকে, ভারতীয় বায়ুসেনার হাতে আমেরিকায় রীতিমত চাপে পড়বে পাকিস্তান। তাই ইতিমধ্যেই উপমহাদেশে সামরিক সামঞ্জস্য নষ্ট হবে বলে আশঙ্কা করেছে তারা।
- FB
- TW
- Linkdin
)
আমেরিকায় তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ-৩৫ লাইটনিং টু’-সহ অন্যান্য সামরিক সরঞ্জাম আসতে পারে ভারতে।
মোদী ও ট্রাম্পের এই সামরিক চুক্তিতে এলে বলা হচ্ছে, উন্নত স্টিলথ প্রযুক্তি এবং পশ্চিমা দেশগুলির অস্ত্রের সঙ্গে সমানে সমানে টেক্কা দেওয়ার কারণে F-35 ভারতীয় বিমান বাহিনীর জন্য গেম-চেঞ্জার হবে।
এদিকে, ভারত আমেরিকার এই চুক্তিতে মাথা খারপ হওয়ার যোগাড় পাকিস্তানের। নিজেদের নিরাপত্তা নিয়ে ভয় পেতে শুরু করেছে তারা।
পাকিস্তান বিমানবাহিনীর হাতে আমেরিকায় তৈরি চতুর্থ প্রজন্মের এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে।
আমেরিকার বায়ুসেনার সেরা বিমান এফ-৩৫ তার চেয়ে অনেক বেশি উন্নত বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা মনে করেন। শাহবাজ শরিফ সরকারের উদ্বেগের সেটাই মূল কারণ বলে মনে করা হচ্ছে।
বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানগুলির অন্যতম এফ-৩৫ ‘স্টেল্থ’ প্রযুক্তি সম্পন্ন। ফলে রাডারের নজরদারি এড়িয়ে শত্রুপক্ষের আকাশসীমায় ঢুকে পড়ে হামলা বা নজরদারির কাজ করতে পারে।
হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বৃহস্পতিবার এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।
সেই সঙ্গে আমেরিকায় তৈরি যুদ্ধযান (ইনফ্র্যান্ট্রি কমব্যাট ভেহিকল্) ‘স্ট্রাইকার’, ট্যাঙ্কবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘জ্যাভেলিন’, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হার্পুন-সহ নানা আধুনিক সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম ভারতকে দেওয়ার বিষয়েও আলোচনা হয় ওই বৈঠকে।
পাক বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ভারতে পরিকল্পিত ভাবে উন্নত সামরিক প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে পাকিস্তান গভীর ভাবে উদ্বিগ্ন। এই ধরনের পদক্ষেপ এই অঞ্চলে সামরিক ভারসাম্যহীনতা বাড়াবে এবং কৌশলগত স্থিতিশীলতা নষ্ট করবে।’’
ট্রাম্পের এই উদ্যোগে ‘সিঁদুরে মেঘ’ দেখছে ইসলামাবাদ।