Pakistan Terrorist: পাকিস্তানে নিহত লস্কর-ই-তৈবার অন্যতম শীর্ষ কমান্ডার রাজ়াউল্লাহ নিজ়ামনি ওরফে আবু সইফুল্লা ওরফে সইফুল্লা খালিদ।
Pakistan Terrorist: সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, সিন্ধ প্রদেশের মাটলি ফালকারা চকের কাছে একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি করে হত্যা করেছে সেই জঙ্গিকে। জানা যাচ্ছে, পাকিস্তানের সরকারের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হত লস্করের ওই শীর্ষ নেতাকে (india pakistan news)। রবিবার বিকেলে, বাড়ি থেকে বেরোনোর পর একটি রাস্তার মোড়ে তাঁকে আচমকাই গুলি করে হত্যা করা হয়েছে বলে খবর আসছে (india pakistan conflict latest news)।
জানা গেছে, ভারতে একাধিক জঙ্গি নাশকতার মূলচক্রী হিসেবে এই জঙ্গি নেতার নাম উঠে আসছে। গত ২০০১ সালে, উত্তরপ্রদেশের রামপুরে আধাসেনা বাহিনীর ছাউনিতে হামলা, এরপর ২০০৫ সালে বেঙ্গালুরুতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসে হামলা এবং ২০০৬ সালে নাগপুরে আরএসএস-এর সদর দফতরে হামলার অন্যতম মূলচক্রী হিসেবে সইফুল্লার নাম সামনে এসেছিল (India-Pakistan Tensions)।
লস্কর জঙ্গিগোষ্ঠীর অন্যতম শীর্ষ কমান্ডার সইফুল্লা নাম ভাঁড়িয়ে ‘বিনোদ কুমার’ পরিচয় দিয়ে দীর্ঘদিন নেপালে বসবাসও করেছেন
গোয়েন্দারা সন্দেহ করছেন, নেপালে বসেই জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত ঐ সইফুল্লা। তবে কিছুদিন আগে থেকে পাকিস্তানের সিন্ধ প্রদেশের বাদিন জেলার মাতলিতে থাকতে শুরু করে সে। লস্কর ছাড়াও তাদের অন্যতম আরেকটি শাখা সংগঠন জামাত-উদ-দাওয়ার হয়েও জঙ্গি কার্যকলাপ পরিচালনা করত এই সইফুল্লা (latest news pakistan)।
সম্প্রতি, পহেলগাঁও হত্যাকাণ্ডের যেতে লস্করের ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ বা টিআরএফ-এর নামও উঠে এসেছে। ইতিমধ্যেই একাধিক সংবাদ প্রতিবেদনে পহেলগাঁও হত্যকাণ্ডের অন্যতম চক্রী হিসাবে সইফুল্লা কাসুরি ওরফে খালিদ নামে এক জঙ্গিনেতার নাম উঠে এসেছিল। যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি এখনও। ওই জঙ্গিনেতাও কিন্তু লস্করের এক অন্যতম শীর্ষ কমান্ডার ছিল।
তবে রবিবার, পাকিস্তানে নিহত জঙ্গিনেতা পহেলগাঁও কাণ্ডের পর আলোচনায় উঠে আসা সেই একই লস্কর কমান্ডার কিনা, তা এখনও নিশ্চিত নয়।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

