Pak PM On Nuclear Command Meeting: ভারতের লাগাতার অপারেশন সিঁদুরের চাপে একেবারে পুড়ে ছারখার পাকিস্তান (Pakistan)। বিস্তারিত জানুন…
Pak PM On Nuclear Command Meeting: ভারতের লাগাতার অপারেশন সিঁদুরের চাপে একেবারে পুড়ে ছারখার পাকিস্তান (Pakistan)। দু-দেশের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে একেবারে ল্যাজে গোবরে অবস্থা পাকিস্তানের। পরিস্থিতি সামাল দিতে এবার তড়িঘড়ি ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে মিটিং ডাকল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehebaz Sarif)।
শনিবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে যে, এবার ভারতের বিরুদ্ধে আরও বড় কোনও ষড়যন্ত্রের ফন্দি আঁটতে তড়িঘড়ি সে দেশের প্রধানমন্ত্রী ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন। এই nuclear command body হল পাকিস্তানের পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহন কমিটি। যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে কিনা সেই বিষয়ে এই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধার্য হয়।
সূত্রের খবর, তবে ভারতের অপারেশন সিঁদুরের পাল্টা লড়তে 'বুনইয়ান উল মারসুস' ঘোষণা করেছে শাহবাজের দেশ। আরও জানা গিয়েছে, এই বুনইয়ান উল মারসুস হিসেবে শুক্রবার রাতভর ভারত-পাক জম্মু কাশ্মীর সীমান্তে গোলা-বারুদ, ড্রোন হামলা চালিয়েছে ইসলামাবাদ। শুধু তাই নয়, শুক্রবার রাতেও ফের আকাশপথে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান। যদিও ভারতীয় সেনাবাহিনী তা প্রতিহত করতে সক্ষম হয়।
এদিকে ভারতের বেশ কয়েকটি অংশের বিমানঘাঁটি ও অন্যান্য অংশের সামরিক ক্ষেত্রে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রক যৌথ সাংবাদিক বৈঠকে সেই দাবি প্রত্যাক্ষাণ করেছে। কেন্দ্রীয় সরকার বলেছে, পাকিস্তান সরকার একাধিক মিথ্যা দাবি করেছেন। ভারতের প্রত্যাঘাতের কথাও জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, পাকিস্তানের রফিকি, মুরিদ, চাকলালা ও রহিম ইয়ার খান নামে পাক বায়ু সেনার এয়ারবেসে ভারত হামলা চালিয়েছে। এছাড়াও সুক্কুর, চুনিয়ায় পাক সেনা ঘাঁটি পাসরুর ও সিয়ালকোটের বিমান ঘাঁটিতেও ভারত হামলা চালিয়েছে।
শুধু তাই নয়, শনিবার সকাল থেকেই পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে যে ভারতের বেশ কয়েকটি বায়ু সেনা ঘাঁটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান। সাইবার হামলা চালান হয়েছে বিদ্যুৎ পরিকাঠামোগুলিতে। বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ সাংবাদিক বৈঠকে সেই দাবি প্রত্যাক্ষান করা হয়েছে। দুই মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, এই দাবিগুলি সবই ভুয়ো। এগুলি ছড়ানো হচ্ছে। আফগানিস্তানে ভারতের মিসাইল পড়েছে বলেও খবর ছড়াচ্ছিল। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, ‘কোন দেশ আফগানিস্তানে বার বার হামলা চালিয়ে এসেছে, তা আশা করি সেখানকার মানুষকে মনে করিয়ে দিতে হবে না।’


