সংক্ষিপ্ত
পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিলো পাকিস্তানের শিয়ালকোট আদালত। তিনজন রূপান্তরকামীকে গুলি করে হত্যা করার শাস্তিস্বরূপ তাকে এমন চরম সাজা দেওয়ার আদেশ দিলো পাক আদালত।
পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিলো পাকিস্তানের শিয়ালকোট আদালত। তিনজন রূপান্তরকামীকে গুলি করে হত্যা করার শাস্তিস্বরূপ তাকে এমন চরম সাজা দেওয়ার আদেশ দিলো পাক আদালত। এমনকি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণস্বরূপ আর্থিক সাহায্য করতে হবে অভিযুক্তকে।
২০০৮ সালে তিন রূপান্তরকামীকে গুলি করে হত্যা করেছিল পাক পাঞ্জাবের মন্ত্রী ছিলেন আজমল চিমার ছেলে আহমেদ বিলাল চিমা। এই ঘটনার পরই তার বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে থানায় এফআইআর দায়ের করেন মৃতের পরিবারের লোকজন। এফআইএর এ তারা বয়ান দিয়েছিলো যে রূপান্তরকামী মাজহার হুসেন, আমির শাহজাদ এবং অবদুল জব্বরকে এক খামার বাড়িতে নাচ গানের জন্য ডেকেছিল বিলাল। নাচ গানের সেই আসরে উপস্থিত ছিলেন বিলাল সহ অন্যান্য আরও অনেকেই। যারা প্রত্যেকেই ছিলেন বিলালের বন্ধু। আসর শেষ হতেই বিলালের বন্ধুরা ওই তিন রূপান্তরকামীকে আপত্তিকর প্রস্তাব দেন। ওই তিনজন তাতে রাজি না হলে বিলাল গুলি করে হত্যা করেন ওই তিনজনকে।
ঘটনার পরই শুরু হয় তদন্ত। পুলিশি তদন্তে এই অভিযোগ আংশিক প্রমাণিত হাওয়ায় বিলালকে জেলে থাকার নির্দেশ দেয় আদালত। এরপর অনেকদিন ধরেই চলছিল এই মামলার শুনানি। অবশেষে বৃহস্পতিবার শিয়ালকোট আদালত বিলালের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। তবে জানা গেছে যে মৃত্যুদণ্ড কার্যকর হবে না এখুনি। আরও ছ মাস জেল খাটার পর তবে কার্যকর হবে এই মৃত্যুদণ্ড।
আরও পড়ুন
বৌদ্ধগয়ায় এক চিনা মহিলার চরবৃত্তি, দলাই লামার নিরাপত্তা নিয়ে তৎপর পুলিশ
ইউক্রেনের দিকে ১০০টিরও বেশি মিসাইল ছুঁড়ল রাশিয়া, বেজে উঠল হামলার সাইরেন, ধ্বংসলীলা এখনও অব্যাহত
পাকিস্তানে চরম পরিণতি হিন্দু মহিলার, মুণ্ডচ্ছেদ করে-স্তন কেটে চাষের জমিতে ফেলা হল দেহ