Pakistan Army: ভারতের বিরুদ্ধে সরাসরি কোনও যুদ্ধে জিততে পারেনি পাকিস্তান। সম্প্রতি সংঘর্ষেও দাপট দেখিয়েছে ভারতীয় সেনা (Indian Army)। কিন্তু তারপরেও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের (Asim Munir) পদোন্নতিতে বিস্ময় তৈরি হয়েছে।

Pakistan Army General Asim Munir: পাকিস্তানের সেনাবাহিনীর (Pakistan Army) আধিকারিকদের পোশাকে অসংখ্য পদক নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। কিন্তু কেন এত পদক, তার কারণ এবার জানা গেল। কোনও যুদ্ধ বা সংঘর্ষে হেরে গেলেও, তাকে নিজেদের জয় হিসেবেই দেখে পাকিস্তান। এবারই যেমন পহেলগাঁওয়ে (Pahalgam) জঙ্গি হামলার পর ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) 'অপারেশন সিঁদুর'-এ পাক সেনার সব জারিজুরি খতম হয়ে যায়। ভারতের আক্রমণ থেকে বাঁচতে সংঘর্ষ-বিরতির (Military Understanding) জন্য কাকুতি-মিনতি করতে থাকে পাক সেনা। কিন্তু এই লজ্জাজনক পর্বের রেশ কাটার আগেই পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরকে (General Asim Munir) ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে। কোনও দেশ যুদ্ধে জয় পেলে তারপর সামরিকবাহিনীর কমান্ডারদের এই পদে উন্নীত করা হয়। কিন্তু যে সংঘর্ষে পাকিস্তানের সামরিক পরিকাঠামোর বেহাল দশা প্রকট হয়ে গিয়েছে এবং সারা বিশ্বের কাছে সন্ত্রাসবাদীদের সঙ্গে যোগসাজশ প্রকাশ্যে এসে গিয়েছে, তারপর সেনাপ্রধানের পদোন্নতি পাক সরকার ও সেনাবাহিনীকে হাসির খোরাক করে তুলেছে।

লজ্জার নজির পাক সেনার

জেনারেল আসিম মুনির আধুনিক সামরিক ইতিহাসে প্রথম সেনাপ্রধান যিনি যুদ্ধক্ষেত্রে একটি বিপর্যয়ে দেশকে নেতৃত্ব দেওয়ার পরে এবং ভারতীয় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন পাকিস্তানজুড়ে বিমান ঘাঁটিতে হামলা চালানোর সময় একটি বাঙ্কারে আশ্রয় নেওয়ার পর সম্মানিত হয়েছেন বলে জানা গিয়েছে। এর আগে ১৯৫৯ সালে সামরিক অভ্যুত্থানের পর বিতর্কিতভাবে নিজেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করেছিলেন জেনারেল আয়ুব খান। এরপর জেনারেল আসিম মুনিরই পাকিস্তানের প্রথম সামরিক আধিকারিক হিসেবে এই নজির গড়লেন।

Scroll to load tweet…

সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক পাকিস্তান

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যম তথাকথিত হকের যুদ্ধের সময় 'ব্যতিক্রমী নেতৃত্বের' স্বীকৃতি হিসেবে জেনারেল আসিম মুনিরের পদোন্নতিকে স্বাগত জানিয়েছে। তারা দাবি করেছে, ভারতীয় আগ্রাসন প্রতিহত করেছে পাকিস্তান। যদিও স্বাধীন উপগ্রহ চিত্র এবং ভারতের মিশনের সাফল্যের বিস্তারিত ব্রিফিংয়ে দেখা গিয়েছে, পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই পাক সেনাকে কটাক্ষ করছেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।