সংক্ষিপ্ত
কিয়েভ ইন্ডিপেনডেন্ট নামে ইউক্রেনীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী পূর্ব লুহানস্ক ওব্লাস্ট অঞ্চলে সাদা ফসফরাস বোমা রেখেছে ।
রাশিয়া (Russia) ইউক্রেনের (Ukraine) সাধারণ নাগরিকদের হত্যা করার জন্য ফসফরাস বোমা (phosphorus bombs) ব্যবহার করেছে। এমনটাই গুরুতর অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে তুলল ইউক্রেন। পাশাপাশি রাশিয়ার আগ্রাসনের হাত থেকে বাঁচতে ন্যাটোর কাছে সামরিক সাহায্য চেয়ে পাঠিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি।
কিয়েভ ইন্ডিপেনডেন্ট নামে ইউক্রেনীয় সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী পূর্ব লুহানস্ক ওব্লাস্ট অঞ্চলে সাদা ফসফরাস বোমা রেখেছে । সেখানে রাশিয়ার বাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াইয়ে চার জন নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। স্থানীয় গভর্নর সেরহি হাইদাইয়ের মতে রুশ বাহিনী লুহানস্ক ওব্লাস্টের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা নিক্ষেপ করেছিল। গর্ভনর আরও বলেছেন, রাশিয়ানরা আর এগিয়ে যেতে পারছে না। সেই কারণেই এজাতীয় ভারী ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করছে।
তবে এটাই প্রথম নয় যে রাশিয়ার সেনা বাহিনী ইউক্রেনের ফসফরাস বোমা ব্যবহার করল। এই মাসের শুরুর দিকে ডনবাস অঞ্চলে স্থানীয় প্রশাসনও পুতিন বাহিনীর বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ তুলেছিল।
যাইহোক রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ন্যাটোর কাছে সাহায্য চেয়ে জেলেনস্কি যে ভিডিও বার্তা দিয়েছেন তাতে তিনি বলেছেন রাশিয়ার বাহিনীর তাণ্ডবের কথাই তুলে ধরেছেন। কিনি বলেছেন ইউক্রেনীয় শিশু ও প্রপ্তবয়স্করা রুশ বাহিনীর হাতে নিগত হচ্ছে। তাদের ওপর ফসফরাস বোমা নিক্ষেপ করা হচ্ছে। রাশিয়ান সেনা এই বোমা ব্যবহার করছে।
ফসফরাস বোমা -
হোয়াইট ফসফরাস হল এমন একটি পদার্থ যা সারা বিশ্বের সামরিক বাহিনী ধোঁয়া, আলোকসজ্জা আর অগ্নিসংযোগ করার জন্য ব্যবহার করে। এইটি মূলত সামরিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হয়ে।। এটি সাধারণত ট্রেসার গোলাবারুদের জ্বলন্ত উদাহরণ।
হোয়াইট ফসফরাস বাতাসের সংস্পর্শে এলে দাউদাউ করে দ্বলে। প্রচুর পরিমাণে ধোঁয়া ছড়িয়ে দেয়। এটি ব্যবহারের অন্যতম উদ্দেশ্য হল- রাতের বেলা যুদ্ধক্ষেত্র এলাকাটিকে চিহ্নিত করা। আর দিনের বেলা স্মোকস্ক্রিন তৈরি করা।
এটি প্রধাণত সামরিক ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে সার, খাদ্য প্রক্রিয়ারণ, সাফাইয়ের কাজেই হোয়াইট ফসফরাস ব্যবহার করা হয়। এটি কীটনাশক উৎপাদনেও কার্যকরী। বিভিন্ন দেশ এটি বিভিন্ন ভাবে ব্যবহার করে। ১৯৭৭ সালে জেনেভা কনভেনশন সাদা ফসফরাস বোমার ব্যবাহর নিষিদ্ধ করেছিল। বলেছিল এটি নাগরিকদের বিপদে ফেলতে পারে।
অন্যদিকে এদিন আমেরিকা জনিয়েছে এক লক্ষ ইউক্রেনীয়কে তারা আশ্রয় দেবে।
শিখ সম্প্রদায়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আলোচনা হল প্রায় ৯০ মিনিট
শুক্রবার রাতে এই দেশটি এক মিনিটের জন্য অন্ধকার হয়ে যাবে, নিভিয়ে দেওয়া হবে সমস্ত আলো