সংক্ষিপ্ত
স্বামী-স্ত্রীর ঝগড়া, পারিবারিক অশান্তি, পারিবারিক হিংসার ঘটনা সব দেশেই দেখা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রও ব্যতিক্রম নয়। স্বামী-স্ত্রীর ঝগড়ার মারাত্মক রূপ দেখা গেল।
জন্মদিনের পার্টি আয়োজনের প্রশংসা করেননি স্বামী। সেই রাগে তাঁর নরম পানীয়তে বিষাক্ত পদার্থ মিশিয়ে খুনের পরিকল্পনা করেছিলেন এক মহিলা। যদিও তাঁর লক্ষ্যপূরণ হয়নি। স্বামীর সন্দেহ হওয়ায় বিষাক্ত পদার্থ মেশানো নরম পানীয় পুরোটা খাননি। উল্টে স্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্তে পুরো ঘটনা জানা যায়। এরপরেই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির। শুধুই জন্মদিনের পার্টি নিয়ে অশান্তি না অন্য কোনও কারণ আছে, সেটা তদন্ত করে দেখছে পুলিশ। বিবাহ-বহির্ভূত সম্পর্কের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
স্বামী-স্ত্রীর ঝগড়ার এই পরিণতি!
ল্যাকলেড কাউন্টি শেরিফের দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৭ বছর বয়সি লেবানিজ মহিলা মিশেল ওয়াই পিটার্সের বিরুদ্ধে তাঁর স্বামীর সোডায় বিষাক্ত পদার্থ মেশানোর অভিযোগ উঠেছে। এই মহিলা দাবি, তাঁর স্বামীর ৫০-তম জন্মদিন উপলক্ষে যে পার্টি আয়োজন করেছিলেন, তার প্রশংসা করেননি স্বামী। সেই রাগেই স্বামীকে মেরে ফেলার চেষ্টা করেন তিনি। শুধু রাগের বশেই খুনের চেষ্টা করেন বলে দাবি করেছেন এই মহিলা। তাঁদের বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রেফ্রিজারেটর থেকে সোডা ও বিষাক্ত পদার্থ বের করে মিশিয়ে আবার আগের জায়গায় রেখে দিচ্ছেন এই মহিলা। এই প্রমাণ পাওয়ার পরেই তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত মহিলার বিরুদ্ধে সাক্ষ্য স্বামীর
অভিযুক্ত মহিলার স্বামী ল্যাকলেড কাউন্টি শেরিফের দফতরে জানিয়েছেন, সোডার স্বাদ বদলে গিয়েছে দেখেই স্ত্রীর উপর সন্দেহ গিয়ে পড়ে। কয়েক সপ্তাহ ধরে তাঁর সোডায় বিষাক্ত পদার্থ মেশানো হচ্ছিল। শুরুতে সোডার স্বাদ বদলের ঘটনাকে গুরুত্ব না দিলেও, অসুস্থ হয়ে পড়ায় স্ত্রীর উপর সন্দেহ হয়। সিসিটিভি ফুটেজ দেখার পর সন্দেহ দৃঢ় হয়। এরপরেই তিনি পুলিশের দ্বারস্থ হন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
পরপর কন্যা সন্তানে আপত্তি, শরবতে বিষ মিশিয়ে মেয়েদের খুনের চেষ্টা বাবার! গ্রেফতার অভিযুক্ত
স্মার্ট ফোন কিনতেই সন্দেহ, ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টায় গ্রেফতার স্বামী-সহ ২
পারিবারিক বিবাদের জেরে স্ত্রী-কে গুলি করে খুনের চেষ্টা, পলাতক স্বামী