২০২০ সালেই কি মানব সভ্যতার ইতি ঘটবে? ঘটনাক্রম যেভাবে এগোচ্ছে, তাতে ক্রমে সেই ভয়ই জাঁকিয়ে বসছে। বিশ্বব্যপী করোনাভাইরাস-এর প্রাদুর্ভাবে এমনিতেই টালমাটাল মানব সভ্যতা। পাল্টে গিয়েছে চেনা পৃথিবীটা। এতদিন কোনও দেশ অপর কোনও দেশের উপর হামলা চালিয়েছে, এবার সব দেশকে একসঙ্গে লড়তে হচ্ছে এক সাধারণ শত্রুর বিরুদ্ধে। এরমধ্যে আবার ২৯ এপ্রিল পৃথিবীর দিকে ধেয়ে আসছে আরও এক বিপদ। যে বিপদ ইতি ঘটিয়েছিল ডাইনোসরদের। তাহলে কি এবার মানব জাতির পালা?