- Home
- World News
- United States
- যৌন কেচ্ছায় জর্জরিত মার্কিন প্রেসিডেন্ট! এপস্টিন ফাইলে সই করে বিরোধীদের হুঁশিয়ারি ট্রাম্পের
যৌন কেচ্ছায় জর্জরিত মার্কিন প্রেসিডেন্ট! এপস্টিন ফাইলে সই করে বিরোধীদের হুঁশিয়ারি ট্রাম্পের
Donald Trump On Epstein File: ঘরে-বাইরে প্রবল রাজনৈতিক চাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই চাপের মুখে পড়ে এবার এপস্টিন ফাইল প্রকাশ্য়ে আনার ব্যাপারে সম্মত হলেন তিনি। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ট্রাম্প ও এপস্টিন ফাইল
বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে আপন ঘরে ক্রমশ চাপের মুখে পড়ে অবশেষে এপস্টিন ফাইলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, এই এপস্টিন ফাইল প্রকাশ্যে আসলে জানা যাবে মার্কিন প্রেসিডেন্টের অন্তরঙ্গতা সহ একাধিক দুর্নীতির খবর। কারণ, প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের সঙ্গে নাম জড়িয়েছে ট্রাম্প সহ একাধিক রাজনৈতিক ব্যক্তির। যা ঘিরে তোলপাড় মার্কিন রাজনীতি। অবশেষে তার অবসান ঘটতে চলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক মহল।
ফাইল প্রকাশে অনীহা ট্রাম্পের
যদিও চাপের মুখে পরে এই ফাইলে সই করলেও গত কয়েক মাস ধরেই এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট-বিল পাশ করানোর ব্যাপারে তেমন কোনও সদিচ্ছা ছিলো না ডোনাল্ড ট্রাম্পের। আর তার নেপথ্যে কারণ হিসেবে মনে করা হচ্ছে জেফ্রি এপস্টিনের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ বা তলে তলে সম্পর্ক রাখার বিষয়টি এবার ফাঁস হয়ে যেতে পারে। তবে মনে করা হচ্ছে ডেমোক্রাক্টদের চাপে পড়ে এপস্টিনের যৌন অত্যাচারের শিকার যাঁরা, মূলত তাঁদের চাপেই ট্রাম্পের সিদ্ধান্ত বদল। ফাইলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট।
সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের বার্তা
একাধিক মার্কিন সংবাদ মাধ্যম ও সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গিয়েছে যে, এপস্টিন বিলে সই করার পর নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালের পেজে লম্বা একটি বার্তা পোস্ট করেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন-''এই সমস্ত ডেমোক্র্যাট এবং তাঁদের সঙ্গে জেফ্রি এপস্টিনের যোগাযোগের বিষয়টি শীঘ্রই ফাঁস হয়ে যাবে। কারণ আমি এই মাত্র এপস্টিন ফাইল প্রকাশ করতে বিলে স্বাক্ষর করলাম।''
বিরোধীদের তোপ ডোনাল্ড ট্রাম্পের
যদিও বিলে সই করার পর তার প্রতিদ্বন্ধী দল ডেমোক্র্যাটদের কটাক্ষ করতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন যে, ‘’রিপাবলিকান সরকারের ভালো কাজের দিকগুলি থেকে নজর ঘোরাতে বিরোধীরা এই সমস্ত করছে।'' অযথা বিষয়টি নিয়ে জলঘোলা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
এপস্টিন-ডোনাল্ড সখ্যতা
এপস্টিন-ডোনাল্ড সখ্যতা নিয়ে একাধিকবার বহু তথ্য প্রকাশ পেয়েছে। যদিও তার সমস্ত কিছুই অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন যে, এপস্টিনের সঙ্গে তার বন্ধুত্ব বা সম্পর্ক থাকলেও তার অপরাধের সঙ্গে কোনও যোগ নেই ট্রাম্পের। তবে এই বিষয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি প্রায় ২০ হাজার পাতার তথ্য প্রকাশ করেছিল। সেখানে কিছু কিছু জায়গায় এপস্টিনকে বলতে শোনা গিয়েছে যে-''আমি জানি যে ডোনাল্ড ট্রাম্প কতটা নোংরা।''

