Mary Millben On PM Modi: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে মার্কিন গায়িকা মেরি। রাহুল গান্ধীকে তুলোধনা তাঁর। কোন ইস্যুতে? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Mary Millben On PM Modi: 'ট্রাম্পের কাছে আসলে অসহায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।' সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই মন্তব্য করতে শোনা গিয়েছে লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। এবার এই ইস্যুতে রাহুলকে একহাত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ালেন মার্কিন জনপ্রিয় গায়িকা মেরি মিলবেন। মোদীর সমর্থনে রাহুল গান্ধীকে কটাক্ষ করে একটি পোস্ট করেন নিজের এক্স হ্যান্ডেলে।

এক্স হ্যান্ডেলে ঠিক কী বার্তা পোস্ট করেছেন মেরি?

সেখানে তিনি লেখেন-''তুমি ভুল বলছো, রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পকে ভয় পান না। প্রধানমন্ত্রী মোদী রাজনৈতিক খেলা বোঝেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার কূটনীতি কৌশলগত সম্পর্ক কেমন রাখতে হবে এবং কীভাবে তা ব্যবহার করতে হবে সবটা তিনি জানেন। যেমন ডোনাল্ড ট্রাম্প সর্বদা আমেরিকার স্বার্থকে প্রথমে রাখেন।

ঠিক একই ভাবে প্রধানমন্ত্রী মোদীও ভারতের জন্য যা সবচেয়ে ভালো তা করবেন। এবং আমি এর প্রশংসা করি। রাষ্ট্রপ্রধানরা এটাই করেন। তারা তাদের দেশের জন্য যা সবচেয়ে ভালো তা করেন এবং বলেন। আমি আশা করি না যে আপনি এই ধরণের নেতৃত্ব বুঝতে পারবেন। কারণ আপনার ভারতের প্রধানমন্ত্রী হওয়ার মতো বুদ্ধি নেই। আপনার "আই হেট ইন্ডিয়া" সফরে ফিরে যাওয়াই ভালো যেখানে একজন দর্শক থাকবে - আপনি''।

Scroll to load tweet…

উল্লেখ্য, মেরি মিলবেন হলেন মার্কিন গায়িকা ও সাংস্কৃতিক প্রতিনিধি। ২০২৩ সালের জুন মাসে প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের সময় তিনি ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ভবনে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। সেসময় মঞ্চেই তিনি নমোর পা ছুঁয়ে আশীর্বাদ নেন, যা আন্তর্জাতিক সংবাদ শিরোনামের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

অন্যদিকে, বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক বিবৃতি জানিয়েছেন যে, রাশিয়ার কাছ থেকে ভারত আর তেল কিনবে না। এই বিষয়ে মোদী সরকার তাকে আশ্বস্ত করেছে। এবং রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে এটি একটি ‘বড় পদক্ষেপ’ বলেও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

কারণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্য়ে যুদ্ধ নিয়ে প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে সরব হন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে, ভারতের কাছে সস্তায় তেল বিক্রি করে সেই টাকা ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কাজে ব্যবহার করছে রাশিয়া। আর এই তেল বিক্রি এবং ভারতকে তা কেনা থেকে বিরত থাকতে বলেও এতদিন ট্রাম্পের কথায় কর্ণপাত করেনি নয়াদিল্লি। আর ট্রাম্পের এই মন্তব্য সামনে আসতেই নরেন্দ্র মোদীকে খোঁচা মারতে ছাড়েননি রাহুল গান্ধী। যা নিয়ে এবার তাকে একহাত নিলেন মার্কিন গায়িকা। 

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।