সংক্ষিপ্ত
নিজের কর্মজীবনে আবেগ এবং প্রতিশ্রুতি খুঁজে পেতে চেয়েছিলেন সরীসৃপ চিড়িয়াখানার মালিক জয় ব্রিউয়ার। তারই প্রতিফলন হিসেবে দু'হাতে দুটি ভয়ঙ্কর জীব ধরে তৈরি করলেন ভিডিও।
‘আমি জানি বড় সাপ সকলের জন্য উপযুক্ত নয়। কিন্তু, আমি ছোটবেলা থেকেই এটা জানতাম যে, ওরা আমার জন্যই। অনেকেই এটাতে সম্মত হয়নি।’ ইন্সটাগ্রামের নিজের কর্মজীবন শুরু হওয়ার এমনই বর্ণনা দিয়েছেন জয় ব্রিউয়ার। আমেরিকায় তিনি একটি সরীসৃপ চিড়িয়াখানার মালিক। তাঁর চিড়িয়াখানায় অগণিত সংখ্যায় সরীসৃপরা শুয়ে থাকে দিনের পর দিন। সাধারণ মানুষের যা দেখলে গা শিউরে উঠবে, তার সঙ্গে তিনি মিশে গিয়েছেন তরুণ বয়স থেকেই।
‘আমি বলব যে, জীবনে আপনার নিজের পথ বেছে নেওয়া খুবই ফলপ্রসূ হতে পারে। কিন্তু, বয়স যখন কম থাকে, তখন মাথা ঠাণ্ডা রাখা কঠিন হয়। আমাকে বিশ্বাস করুন। আমার অনেক ভালো বন্ধুরাই মনোযোগ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল যে, আমার এই জীবিকাটা পরিবর্তন করা উচিত।’ এমনভাবে নেটিজেনদের নিজের পছন্দের কেরিয়ারের প্রতি উদ্বুদ্ধ করে খাঁচা থেকে যে দুটি জীব বের করেছেন জয় ব্রিউয়ার, সেই দুটিকে দেখলে সাধারণ মানুষের রাতের ঘুমও উড়ে যাওয়া অস্বাভাবিক নয়।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তাঁর দু হাতে ধরা রয়েছে দুটি বিশাল আকৃতির অজগর সাপ। তাদের মধ্যে একটি কুচকুচে কালো এবং অপরটি ধবধবে সাদা। সাধারণত অ্যালবিনো রোগের কারণে সাপের গায়ের রং সম্পূর্ণ সাদা হয়ে থাকে। জয়ের হাতে থাকা সাদা সাপটির গায়ে হালকা গোলাপি আভাও লক্ষ্য করা যাচ্ছে। এই সাদা এবং কালো অজগরদুটি নিমেষের মধ্যে জয়ের নাগাল ছাড়িয়ে নড়েচড়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এবং ভিডিও দেখে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে, কোনওরকম বেগতিক ঘটলেই পরিস্থিতি একেবারে চলে যাবে হাতের বাইরে। জয় ব্রিউয়ার যথেষ্ট বলিষ্ঠ চেহারার মানুষ হলেও দুটি বিপথগামী বিকটাকার অজগরকে কাবু করে নাগালে আনা তাঁর পক্ষে সম্ভবপর নয় বলেই মনে করছেন নেটিজেনরা। তবে, চিড়িয়াখানার মালিক কিন্তু এবিষয়ে প্রচণ্ড পারদর্শী, সেটা তাঁর কাজের ধরন এবং স্বাভাবিক থাকা দেখেই বোঝা যাচ্ছে।
ক্যালিফোর্নিয়ার ফাউন্টেন ভ্যালিতে অবস্থিত এই সরীসৃপ চিড়িয়াখানা, যেখানে শত শত প্রজাতির সরীসৃপ আশ্রয় পেয়েছে। বিভিন্ন দেশি-বিদেশী সাপ, কুমীর, কচ্ছপ এবং আরও বহু ধরনের সরীসৃপদের আস্তানা এই প্রাচীন চিড়িয়াখানাটি। যা প্রতিষ্ঠা করেছিলেন জয় ব্রিউয়ার নিজে।
আরও পড়ুন-
রাস্তা থেকে ইঁট তুলে বউমার মাথায় একের পর এক বাড়ি মারছেন শ্বশুর, গৃহহিংসার নৃশংসতম উদাহরণ দেখাল দেশের রাজধানী
Turkey Flood: ভূমিকম্পের পর বন্যার খাঁড়া, তুরস্কে রাস্তা ভেঙে তলিয়ে যাচ্ছে স্রোতে, ভূমিকম্পের অস্থায়ী আবাস থেকে ভেসে যাচ্ছেন মানুষ