- Home
- World News
- International News
- Maglev Trains: বিমানের থেকেও ছুটবে দ্রুত গতিতে, আসছে বিশ্বের সবথেকে দ্রুত গতির ট্রেন
Maglev Trains: বিমানের থেকেও ছুটবে দ্রুত গতিতে, আসছে বিশ্বের সবথেকে দ্রুত গতির ট্রেন
China Super Maglev Train: বিমানের থেকেও দ্রুত গতিতে ছুটবে ট্রেন! ঘন্টায় পাড়ি দেবে ৬০০ কিমি পথ। ভাবতে পারছেন না? এমনটাও আবার সম্ভব নাকি! তাহলে জানুন বিশদে সম্পূর্ণ ফটো গ্যালারি দেখে…

চিনা উচ্চ গতিসম্পন্ন ম্যাগলেভ ট্রেন
বিমানের থেকেও জোরে ছুটবে ট্রেন। তাও রেল লাইন দিয়ে নয়! তার থেকে কিছুটা উপর দিয়ে। নিমেষের মধ্য়ে পৌঁছে ৬০০ কিমির পথ। এমনই যুগান্তকারী ট্রেনের আবিস্কার করল এবার লাল চিন।
বিমানের থেকেও বেশি গতিতে চলবে ট্রেন
জানা গিয়েছে, চিন ম্যাগলেভ প্রযুক্তিতে ট্রেনের গতি আরও বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে। ২০২৩ সালের একটি পরীক্ষায় ম্যাগলেভ প্রযুক্তির ব্যবহার করে ট্রেন ঘণ্টায় ৬২০ কিলোমিটার গতিতে পৌঁছাতে সক্ষম হয়েছিল। এই পরীক্ষাটি একটি প্রায় বায়ুশূন্য টিউবের ভিতরে পরিচালিত হয়েছিল, যা ঘর্ষণ কমিয়ে গতি বৃদ্ধিতে সাহায্য করে। বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এর গতি ঘণ্টায় ৮০০ কিলোমিটার এমনকি ১০০০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব হবে।
চিনের নতুন প্রজেক্ট
চায়না রেলওয়ে জানিয়েছে, নতুন ডিজাইনের ট্রেন ঘণ্টায় ১,০০০ কিলোমিটার গতিতে ছুটতে পারবে। হুনান প্রদেশের রাজধানী চাংশার কাছে একটি নতুন ম্যাগলেভ ট্রেন লাইনের শাখা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। এই ধরনের উচ্চ-গতির ম্যাগলেভ পরিবহন ব্যবস্থা ভবিষ্যতে চীনের মেগা শহরগুলির মধ্যে যাত্রী ও কার্গো পরিবহনে বিপ্লব আনবে বলে আশা করা হচ্ছে। ডংহু ল্যাবরেটরির ইঞ্জিনিয়াররা ২০২৫ সালের শেষ নাগাদ হাই-স্পিড ট্র্যাকের সম্পূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করে ফেলবে বলে আশা প্রকাশ করেছেন।
দ্রুততম বাণিজ্যিক ম্যাগলেভ ট্রেন
সাংহাই ম্যাগলেভ বর্তমানে চিনের প্রধান শহর সাংহাইতে চলাচল করে এবং এটি বিশ্বের দ্রুততম বাণিজ্যিক ম্যাগলেভ ট্রেন। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ৪৩০-৪৬০ কিলোমিটার। এটি সাংহাইয়ের পুডং বিমানবন্দর এবং লংইয়াং রোড স্টেশনের মধ্যে সংযোগ স্থাপন করে, ১৯ মাইলের রাস্তা মাত্র ৮ মিনিটে অতিক্রম করে।
ম্যাগলেভ প্রযুক্তির অগ্রগতি
চিন ম্যাগলেভ প্রযুক্তিতে শক্তিশালী চুম্বক ব্যবহার করে ট্রেনকে ট্র্যাকের উপরে ভাসিয়ে রাখে, যার ফলে ট্র্যাকের সঙ্গে ট্রেনের ঘর্ষণ হয় না এবং মসৃণ ও দ্রুত চলাচল সম্ভব হয়। এছাড়াও চিন উচ্চ তাপমাত্রার সুপারকন্ডাক্টিং (HTS) ম্যাগলেভ প্রযুক্তির ব্যবহারেও সফল হচ্ছে।
চালক ছাড়াই দৌড়বে ট্রেন
জানা গিয়েছে, সফল ট্রায়াল রানের পরই এই উচ্চ গতির চিনা ম্যাগলেভ ট্রেন চলবে কোনওরকম চালক ছাডা়ই। ভাবতে পারছেন চালক ছাড়াই ঘন্টায় ৯০০ থেকে ১০০০ কিলোমিটার গতিবেগে ছুটবে ট্রেন। যেখানে একটা বিমানের গতিবেগ থাকে ঘন্টায় ৮৮৫ থেকে ৯২৫ এর মধ্যে।
কাছে হবে দূরের গন্তব্য
চিনের এই নয়া ট্রেন সফল রানের পর আরও সহজ হবে দূরের গন্তব্য যাওয়া। যেমন ধরুন, এই ট্রেন চাপলেই খুব সহজেই ৮-১০ ঘন্টার রাস্তা আপনি পৌঁছে যাবেন মাত্র এক ঘন্টায়!
ক্রমশ জনপ্রিয় হচ্ছে ম্যাগলেভ ট্রেন
চিন ম্যাগলেভ ট্রেন প্রযুক্তিতে বিশ্বজুড়ে নেতৃত্ব দিচ্ছে। এবং আরও দ্রুতগতির, উন্নত ম্যাগলেভ ট্রেন তৈরির জন্য গবেষণা ও উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে। ফলে অদূর ভবিষ্যতে এই ট্রেন ব্যাপক জনপ্রিয়তা লাভ করবে তা বলা বাহুল্য।

