Israeli Iranian Conflict: রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পাল্টা হুঁশিয়ারি এল ইরান থেকে।
Israeli Iranian Conflict: মার্কিন প্রেসিডেন্টকে পালত্যা হুঁশিয়ারি দিলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই (israel iran news)।
প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প নিজের এক্স হ্যান্ডলে ইরানের সুপ্রিম লিডারকে হুঁশিয়ারি দিয়ে লেখেন “নিঃশর্ত আত্মসমর্পণ"। তবে তার আগে তিনি আরেকটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “আমরা ঠিক জানি যে, তথাকথিত ‘সর্বোচ্চ নেতা' কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদে আছেন। আমরা তাঁকে বের করে (হত্যা!) আনবো না, অন্তত আপাতত নয়। কিন্তু আমরা সাধারণ নাগরিক কিংবা আমেরিকান সৈন্যদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হোক, তা চাই না। আমাদের ধৈর্য্য ক্রমশই ভেঙে যাচ্ছে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!"
তারপর বেশ কয়েক ঘণ্টা পেরিয়ে গেছে। এবার পাল্টা ট্রাম্পকেই হুঁশিয়ারি দিয়ে বসলেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই। তিনি বলেছেন, ইরানকে যারা চেনে, তারা এই ভাষায় কথা বলে না। বুধবার, টেলিভিশন বার্তায় এমনটাই মন্তব্য করলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই (israeli iranian conflict)।
তিনি জানিয়েছেন, ইরানের উপর আসলে যুদ্ধ চাপিয়ে দেওয়া হচ্ছে। টাই কোনওভাবেই তারা মাথা নত করবেন না। কোনও চাপিয়ে দেওয়া শান্তির কাছেও মাথা নত করবে না ইরান। ফলে, বোঝাই যাচ্ছে যে, রীতিমতো শেয়ানে শেয়ানে টক্কর হচ্ছে।
![]()
টেলিভিশন বার্তায় খামেনেই ঠিক কী বলেছেন?
তাঁর কথায়, “আরোপিত যুদ্ধের মুখে ইরান নিঃসন্দেহে কঠোর অবস্থান নেবে। আরোপিত শান্তির বিরুদ্ধেও ইরানের অবস্থান হবে সমান। আরোপের মুখে এই দেশ কারও সামনে আত্মসমর্পণ করবে না।"
ট্রাম্পের হুঁশিয়ারি প্রসঙ্গে খামেনেই বলেন, ‘‘বুদ্ধিমান লোকজন, যারা ইরানকে চেনেন এবং ইরানিদের চেনেন, ইরানের ইতিহাস জানেন, তারা কখনও এই ধরনের হুমকির ভাষায় কথা বলেন না। আমেরিকানদের জানা উচিত, আমেরিকার সেনাবাহিনীর যে কোনও রকমের হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।’’
উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইরান এবং ইজ়রায়েলের মধ্যে এই সংঘাত চলছে। প্রথমে ইরানে হামলা চালায় ইজ়রায়েল। তাদের ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু হয়েছিল ইরানের ৪ জন শীর্ষ সেনাকর্তার এবং ৯ জন পরমাণু বিজ্ঞানীর।আর ঠিক তারপরেই ইরান প্রত্যাঘাত করতে শুরু করে এবং নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় পশ্চিম এশিয়াতে।
তারপর থেকে লাগাতার ইরান এবং ইজ়রায়েল পরস্পরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। তবে প্রথম থেকেই আমেরিকার সমর্থন পেয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইরানের সঙ্গে আমেরিকার পরমাণুচুক্তি সংক্রান্ত বৈঠকও ভেস্তে গেছে এই ঘটনার জেরে। আর ঠিক এইসব কিছুর মাঝেই খামেনেই রীতিমতো পরিষ্কার করে দিলেন, ইরান মাথা নত না করছে না।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
