সংক্ষিপ্ত
- জল্পনাটা চলছিলই, এবার ছিল শুধু খবর আসার পালা
- শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক পদে মেয়র অশোক ভট্টাচার্য
- নবান্ন থেকে এদিন নগরোন্নয়ন দফতরকে সেই বিষয়ে নির্দেশ
- যদিও শিলিগুড়ি পুরনিগমের দাবি, তারা কোনও নোটিস পাননি
জল্পনাটা চলছিলই। এবার ছিল শুধু খবর আসার পালা। নবান্ন সূত্রে খবর,শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক পদে মেয়র অশোক ভট্টাচার্যকেই নিয়োগ করা হচ্ছে। নবান্ন থেকে এদিন নগরোন্নয়ন দফতরকে সেই বিষয়ে নির্দেশ পাঠানো হয়েছে। যদিও শিলিগুড়ি পুরনিগমের দাবি, বিকেল পাঁচটা পর্যন্ত তারা কোনও নোটিস পাননি।
বিজেপিকে করোনা অস্ত্রে ঘায়েল করার পরিকল্পনা, গুজরাতের ভিডিয়ো আনছে তৃণমূল.
১৭ তারিখ শিলিগুড়ি পুরপনিগবে মেয়াদ শেষ হবে। এবার প্রশাসক কে হবে সেই নিয়ে চলছিল জল্পনা। এদিন নগরোন্নয়ন দফতরকে সেই বিষয়ে নির্দেশ পাঠানো হয় নবান্ন থেকে। নির্দেশে বলা হয়েছে,প্রশাসক পদের দায়িত্ব সামলাবেন অশোকবাবু।
১৫ মিনিটেই টিকিট শেষ হাওড়া থেকে দিল্লিগামী বিশেষ ট্রেনের.
কিন্তু শিলিগুড়ি পুরনিগমের দাবি, এই ধরনের কোনও নোটিস এসে থাকলে তা মঙ্গলবার জানা যাবে। তবে অশোক ভট্টাচার্যের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়েছে, তিনি যে প্রশাসক পদে বসছেন, সেই খবর তার কাছে চলে এসেছে। তবে এই বোর্ডে কারা থাকবেন সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। তবে এ বিষয়ে অশোক ভট্টাচার্য জানিয়েছেন, এ বিষয়ে তার কাছে কোনও খবর নেই।