সংক্ষিপ্ত

  • সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় গ্রেফতার হল ৯৬ জন 
  • সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ 
  • কলকাতার বিভিন্ন এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি চালানো শুরু 
  •  লকডাউন লঙ্ঘনে ৬৩৮ জনকে গ্রেফতার-বাজেয়াপ্ত ১০৭টি গাড়ি 
 লকডাউনে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট করায় ৯৬ জনকে  গ্রেফতার করেছে রাজ্য পুলিশ৷  লকডাউন লঙ্ঘনে  রবিবার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ এবং ১০৭টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷

আরও পড়ুন, পার্ক সার্কাসের বেসরকারি হাসপাতালে প্রৌঢ়ের মৃত্য়ু, করোনা রিপোর্ট পজিটিভ আসতেই অভিযোগ তুলল পরিবার

 রাজ্য পুলিশ জানিয়েছে,গত কয়েক সপ্তাহে ৯৬টি মামলায় ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে৷ এছাড়া  জাল,আপত্তিকর পোস্ট করবার জন্য ২৩০ জনকে সতর্ক করা হয়েছে৷ এপ্রিল মাসের গোড়ার দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, অনেকেই উস্কানিমূলক পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তারপরই পুলিশ আরও তৎপর হয়৷ এবং কয়েক সপ্তাহে ৯৬ জনকে গ্রেফতার করে৷ সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের সাইবার সেল। এর মধ্যে মহিলাদের কটূক্তি থেকে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর পোস্ট বা কমেন্ট দেখা গিয়েছে।


আরও পড়ুন, এমআর বাঙ্গুরের আইসোলেশন ওয়ার্ডে ৫ রোগীর মৃত্যু, কারণ জানতে অপেক্ষা নমুনা পরীক্ষার রিপোর্টের

 
অপরদিকে, লকডাউনে মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে৷ তবুও কিছু মানুষ বিনা প্রয়োজনে বাইরে বেরিয়ে আসছে৷ এবার তাদের চিহ্নিত করে গ্রেফতার করল কলকাতা পুলিশ৷ তার জন্য ড্রোনের মাধ্যমে কড়া নজরদারি চালিয়ে যাচ্ছে কলকাতা পুলিশ৷ তাই লকডাউন লঙ্ঘনে  রবিবার ৬৩৮ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ এবং ১০৭টি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে৷

 

এনআরএস-র আরও ৪৩ জন স্বাস্থ্য কর্মীর রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ

করোনার রোগী সন্দেহে বৃদ্ধকে বেধড়ক মার, স্যালাইনের চ্যানেল করা হাতে দড়ি পড়ালো মানিকতলাবাসী

করোনায় আক্রান্ত এবার কলকাতার ২ ফুটপাথবাসী, হোম কোয়ারেন্টাইনে উদ্ধারকারীরা




​​​​​​​