সংক্ষিপ্ত

পার্থ-অনুব্রতর নাম করে প্রকাশ্য সভাতেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার আইএনটিটিইউসির চা বাগানের কর্মিসভায় ভাষণ দিতে গিয়ে অভিষেক বললেন,'কারও ভুলের দায় নেবে না দল।'
 

পার্থ-অনুব্রতর নাম করে প্রকাশ্য সভাতেই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার আইএনটিটিইউসির চা বাগানের কর্মিসভায় ভাষণ দিতে গিয়ে অভিষেক বললেন,'কারও ভুলের দায় নেবে না দল।'


রবিবার চা বাগানের কর্মীসভায় ভাষণ দিতে গিয়ে অভিষেক স্পষ্ট বললেন,"নিশ্চিতভাবে দু’একজন, তিনজন, চারজনের চলার পথে ভুল থাকতে পারে। কিন্তু দল এতবড় একটা সংগঠন। কিছু ভুলত্রুটি থাকতেই পারে। ভুলের পর দল তা সংশোধন করছে কিনা, তা দেখতে হবে।আমি যখন ১২ জুলাই এসেছিলাম, তখন তো পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত মণ্ডলকে ইডি, সিবিআই গ্রেফতার করেনি। তা-ও আমি তখন নতুন তৃণমূলের কথা বলেছিলাম।" 

আরও পড়ুন তিন মাসে শহর থেকে রেকর্ড পরিমাণ টাকা উদ্ধার ইডির, 'সেঞ্চুরি' ছুল টাকার অঙ্ক


তিনি আরও বলেন, "দু'দিন পর পঞ্চায়েত ভোট হবে। ব্লক কমিটি, টাউন কমিটি বেরোবে। আমরা আমাদের কথা নিয়ে মানুষের কাছে যাব। বিরোধীরাও তাঁদের বক্তব্য নিয়ে মানুষের কাছে যাবে। স্বাভাবিকভাবেই মানুষ একপক্ষকে গ্রহণ করবে। কিন্তু যাঁরা সারা বছর মানুষের পাশে থাকে মানুষ তাঁর সঙ্গে বেইমানি করে না।”
পাশাপাশি, বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বলেন, “কিন্তু যে দু’নম্বরীগুলো ইডি-সিবিআই-এর ভয় বিজেপিতে গিয়ে যোগদান করেছে। তাদের বিরুদ্ধে বিজেপি কী ব্যবস্থা নিয়েছে। তৃণমূল তো ব্যবস্থা নিয়েছে?”

আরও পড়ুন 'ই-নাগেটস' গেমের মাধ্যমে কোটি টাকার প্রতারণা, ইডির তদন্তে ফাঁস হল গার্ডেনরিচের ব্যবসায়ীর টাকার উৎস

আরও পড়ুন - গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়ি থেকে ৫ কোটি টাকা উদ্ধার, খাটের তলা থেকে মিলল নোটের বান্ডিল