সংক্ষিপ্ত
দুর্গাপুজোতেও করোনা কাঁটা। বেলুড় মঠে প্রবেশ নিষেধ। চতুর্থী থেকে দশমী দর্শনার্থীদের জন্য বন্ধ মঠের দুয়ার।
পুজোর ঘন্টা বেজে গেছে। অপেক্ষায় দিন গুনতে ও শুরু করেছে বাঙালি। কিন্তু গত বছরের ন্যায় এই বছরে ও দুর্গাপুজোয় করোনা কাঁটা। দুর্গাপুজোয় এই বছরেও দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। চতুর্থী থেকে দশমী বেলুড় মঠে দর্শনণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করলো মঠ কর্তৃপক্ষ। মহালয়ায় বেলুড় মঠে তর্পন ও যাবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শুধু দুর্গাপুজো নয় ছটপুজোতে ও দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে বেলুড় মঠ। তবে মঠ সূত্রে জানানো হয়েছে গত বছরের মত এই বছরেও ওয়েবসাইটের মাধ্যমে পুজো দেখতে পাবেন দর্শনার্থীরা।
আরও পড়ুন- বদলে গেল বেলুড় মঠ দর্শনের সময়সূচি, জেনে নিন কখন ঢোকা যাবে মঠে
অক্টোবরেই শিখরে উঠতে পারে করোনার তৃতীয় ঢেউয়ের আতঙ্ক। সেই কারণে কতর্কতা মেনেই পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন মঠ কর্তৃপক্ষ। পঞ্জিকা অনুসারে আগামী ১২, ১৩ ও ১৪ই অক্টোবর অর্থাৎ ২৫, ২৬ ও ২৭ শে আশ্বিন, ১৪২৮, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার এই তিনদিন বেলুড় মঠে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন- COVID 19: রাজ্য়ে দৈনিক সংক্রমণ ৮০০ ছুঁইছুঁই , ফের কোভিডে মৃত্যু কলকাতায়
এক নজরে বেলুড় মঠে দুর্গাপুজোর নির্ঘন্ট :
শুভ শারদীয় ১৪২৮
১২ অক্টোবর (২৫ আশ্বিন )- সপ্তমী - পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
১৩ অক্টোবর (২৬ আশ্বিন ) - মহাষ্টমী - পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
কুমারী পূজারম্ভ- সকাল ৯.০০মিঃ
সন্ধি পূজা- রাত্রি ৭.৪৪ – ৮.৩২ মিঃ
১৪ অক্টোবর (২৭ আশ্বিন)- মহানবমী- পূজারম্ভ সকাল ৫.৪০মিঃ
হোমযজ্ঞ- দেবীর ভোগারতির পর
সন্ধ্যারতি- প্রতিদিন শ্রীশ্রীঠাকুরের আরতির পর
আরও পড়ুন- সকালেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ঘূর্ণাবর্তের জেরে ফের দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে
উল্লেখ্য, করোনা অতিমারির কারণে গত বছর ১৯ বছরের রীতির পরিবর্তন ঘটে। মূল মন্দিরে ছোট করে পুজোর আয়োজন করা হয়। মঠে প্রবেশাধিকার ছিল না সাধারণ দর্শনার্থীদের। পুজোস্থানে সন্ন্যাসীদের প্রবেশাধিকারও সীমিত ছিল। বন্ধ রাখা হয়েছিল প্রসাদ বিতরণের অনুষ্ঠান ও।
আরও পড়ুন- নন্দীগ্রামে বিজেপি কর্মী খুন, মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে তলব সিবিআইয়ের