সংক্ষিপ্ত
'আমরা বুলডোজ চাই না, বিভেদ চাই না', বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
'আমরা বুলডোজ চাই না, বিভেদ চাই না', বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ব্যবসা ও লগ্নি করার ক্ষেত্রে অন্যান্য সব রাজ্যের থেকে এগিয়ে বাংলা। উল্লেখ্য, এবার দুইদিন ব্যাপী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছে। যার প্রথম দিনে বড় বিনিয়োগ আদানি এবং দ্বিতীয় দিন মিলিয়ে শিল্প সম্মেলন চলাকালীন ৪৮ ঘন্টার মধ্যে প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার বিনিয়োগ এসেছে বাংলায়, জানিয়েছেন মুখ্যমন্ত্রী।এদিন মুখ্যমন্ত্রী শিল্পপতিদের উদ্দেশ্যে বললেন, 'বাংলা বুলডোজারে নয়, ঐক্যে বিশ্বাস রাখে।'
উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে নতুন করে বুলপডোজার দিয়ে নির্বিকারে একপক্ষের বাড়ি ভেঙে দেওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। যেকোনও জায়গায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটলেই সেই সব এলকার অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হচ্ছে। অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বুলডোজারের শিকার হতে হচ্ছে সংখ্যালঘুদের। রাজধানী দিল্লিও, সরকারের এই বুলডোজার নীতির শিকার। দিল্লির জাহাঙ্গিরপুরীর হিংসার পরের যেভাবে পুরসভার নির্দেশে যেভাবে ওই এলাকায় বুলডোজার চালানো হচ্ছে, তা সব মহলের নিন্দার ঝড় উঠেছে।তবে এই রাজ্যে সেই পরিস্থিতি নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এদিন মুখ্য়মন্ত্রী বলেন, 'আমরা বুলডোজ চাই না। মানুষে মানুষে বিভেদ চাই না।আমি চাই সবাই একসঙ্গে থাকুক। একতাই আমাদের আসল শক্তি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে সংষ্কৃতিও আরও শক্তিশালী হয়। কিন্তু বিভেদ থাকলে সেটা হয় না। '
উল্লেখ্য, এবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আসরে মোট ১৪ টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছে। মঙ্গলবারেই সেজে ওঠে বিশ্ববাংলা কনভেনশন সেন্টার। আমেরিকা, ইতালি, নেদারল্যান্ড, জার্মানি, বাংলাদেশ, ভুটান, অস্ট্রেলিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, জাপান কেনিয়ার মতো শিল্প প্রতিনিধিরা এখানে যোগ দিচ্ছেন। উল্লেখ্য, মমতার সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর এবার প্রথম সম্মেলন হল। বুধবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বাংলার প্রশংসার সুর শোনা গিয়েছে গৌতম আদানির মুখে। দুদিন ব্যাপী সম্মেলনের প্রথম দিনের বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দিল আদানি এবং হিরানন্দানি শিল্পগোষ্ঠী। যার ফলে রাজ্য জুড়ে বিরাট কর্মসংস্থান হতে চলেছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই প্রথমবার রাজ্যে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তিনি বলেন, এই রাজ্য নারী ক্ষমতায়নে কীভাবে অগ্রণী ভূমিকা নিয়েছে, তার বিবরণ দিতে গিয়ে মমতার উদ্দেশ্য়ে বলেন, আপনি সেই ঐতিহ্য সগৌরবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই রাজ্য একটি বদ্বীপের মতো। আর আপনি সেই রাজ্যে শিল্প, সংষ্কৃতি, প্রশাসনিক দক্ষতার মিশেলে এক বদ্বীপের মতোই।আপনার জনপ্রিয়তার কোনও তুলনা নেই।'
আরও পড়ুন, 'সুকান্তের অভিজ্ঞতা কম', বিজেপি নেতাদের পরপর পদত্যাগে বিস্ফোরক দিলীপ