সংক্ষিপ্ত
- শহরের একাধিক জায়গায় বিদ্যুতের বিল নিয়ে বিক্ষোভ বিজেপির
- বিজেপির বিক্ষোভ চলাকালীন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে
- ধস্তাধস্তি হতেই ছুটে আসে কলকাতা পুলিশের বিশাল পুলিশবাহিনী
- রাজ্যের কাছে বিল মুকুব দাবিতে আর্জি জানিয়ে বিক্ষোভ কর্মসূচি
বিদ্যুতের বিল বিক্ষোভ বিজেপির। বিদ্যুতের বিল বৃদ্ধির প্রতিবাদে এবং বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের বিল যাতে মুকুব করা হয় রাজ্য সরকারের কাছে সেই আর্জি জানিয়ে শহরের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী-সমর্থকরা। শুক্রবার সকাল থেকেই চলছে সেই বিক্ষোভ। ধস্তাধস্তি শুরু হতেই কলকাতা পুলিশের বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।
বিক্ষোভকারীদের দাবি, করোনা আবহে, লকডাউন পরিস্থিতিতে সবাই আর্থিক সংকটের মধ্যে আছে বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের বিল যাতে মুকুব করা হয় রাজ্য সরকারের কাছে সেই আর্জি জানিয়ে এই বিক্ষোভ কর্মসূচি। তাদের এই দাবি না মানা হলে পরবর্তীকালে তারা আরও বৃহত্তর আন্দোলন করবে বলে জানিয়েছেন। বিধান নগরের বিভিন্ন জায়গায় চলছে এই বিক্ষোভ - লেকটাউন সিইএসসি অফিসের সামনে, সল্টলেক ১০ নম্বর ট্যাংকের সামনে, সল্টলেক কেবি-কেসি মার্কেট এর কাছে, নিউটাউন সিইএসসি অফিসের সামনেও একই দাবিতে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের।
অস্বাভাবিক বিদ্যুত বিল এর প্রতিবাদ ও তিন মাসের বিদ্যুত বিল মকুবের দাবিতে আজ নিউটাউনের বিদ্যুৎ পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী-সমর্থকরা। প্রায় আধ ঘন্টা নিউটাউনে রাজ্য বিদ্যুৎ পর্ষদের অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। বিদ্যুতের মূল্য বৃদ্ধি কেন, সাধারণ মানুষকে অতিরিক্ত বিল পাঠানো হচ্ছে কেন, বলে প্রশ্ন তোলে বিজেপি কর্মী-সমর্থকরা। সেই বিল প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ বিজেপির। তাদের আরো দাবি তিন মাসের বিল মুকুব করতে হবে সেই সমস্ত দাবিতে নিউটাউনে বিদ্যুত পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি।
আরও পড়ুন, 'কলকাতার জয়', চাপের মুখে পড়ে বিদ্যুতের বিল নিয়ে সিদ্ধান্ত বদল সিইএসসি-র
কেষ্টপুরে রাজ্য বিদ্যুত পর্ষদের অফিসের সামনেও চলে। বিদ্যুৎ -এর দাম বৃদ্ধি, সাধারণ মানুষকে অতিরিক্ত বিল পাঠানো নিয়ে বিজেপির বিক্ষোভ দেখায়। সেই বিল প্রত্যাহার করতে হবে সেই দাবি জানায় বিজেপি। তাদের আরও দাবি, তিন মাসের বিল মুকুব করতে হবে। সেই সমস্ত দাবিতে কেষ্টপুর বিদ্যুত পর্ষদ অফিসের সামনে বিক্ষোভ চলতে থাকে। সিইএসসি বর্ধিত বিলের বিরুদ্ধে শুক্রবার তারাতলা সিএসসি অফিসের সামনেও বিজেপির বিক্ষোভ চলে। এরপর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হতেই কলকাতা পুলিশের বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে ছুটে আসে।
করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা
পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে
মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'
অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস
কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের