সংক্ষিপ্ত

বাংলার ভোট পরবর্তী হিংসার তদন্তে বিশেষ ১০৯ জন অফিসার। তাৎপর্যপূর্ণভাবে এদের মধ্যে শতাধিক অফিসারই ভিন রাজ্যের।

বাংলার ভোট পরবর্তী হিংসার তদন্তে বিশেষ ১০৯ জন অফিসার। তাৎপর্যপূর্ণভাবে এদের মধ্যে শতাধিক অফিসারই ভিন রাজ্যের। উল্লেখ্য যাতে কোনওভাবেই তদন্তে রাজ্যের বাসিন্দা হওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ না আসে, ভিন রাজ্যের অফিসারেই ভরসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।

আরও পড়ুন, ভোট পরবর্তী হিংসার তদন্তে CGO-নিজাম প্যালেস নয়, এবার নতুন জায়গা বাছল CBI
উল্লেখ্য, ভোট পরবর্তী খুন ও ধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। মামলায় আগেই একজন জয়েন্ট ডিরেক্টরের নের্তৃত্বে তৈরি হয়েছিল ৪ বিশেষ তদন্তকারী দল। এবার ওই চার ইউনিটের পৃথক দল গঠন করল সিবিআই। প্রত্য়েক দলে রয়েছেন ২১ জন অফিসার। নের্তৃত্বে থাকছেন একজন জয়েন্ট ডিরেক্টর, ডিআইজি, ৪ জন এসপি। বৃহস্পতিবারের মধ্যেই নির্দিষ্ট অফিসারদের কলকাতায় রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই সূত্রের খবর, বাংলায় ৪৩ টি খুন এবং ২৮ টি মহিলাঘটিত অপরাধের মামলা রয়েছে।  তদন্তে রয়েছেন বিশেষ ১০৯ জন অফিসার। তাৎপর্যপূর্ণভাবে এদের মধ্যে শতাধিক অফিসারই ভিন রাজ্যের। লখনউ, পাটনা, দিল্লি, দেহরাদুনের সিবিআই অফিসারদের নিয়ে গড়া হচ্ছে বিশেষ দল। তদন্তে রাজ্যের বাসিন্দা হওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ না আসে, ভিন রাজ্যের অফিসারেই ভরসা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তবে দুজন কলকাতা সিবিআইয়ের এসপি এবং তিন এসআই রয়েছেন। পুরো বিষয়টি দেখবেন ডিআইজি অখিলেশ সিং। 

"
আরও পড়ুন, Coronavirus: রাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ কলকাতায়, মৃত্যুতে চিন্তা বাড়াচ্ছে হুগলি-নদিয়া
প্রসঙ্গত, এরআগে কয়লা, গরুপাচার এবং নারদ মামলার দায়িত্বে ছিলেন  ডিআইজি অখিলেশ সিং। তাই তাঁকের এবার  ভোট পরবর্তী খুন ও ধর্ষণের মামলার তদন্তে নজরদারি চালানোর জন্য ভরসা পাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার শীর্ষ কর্তারা। অপরদিকে, এবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স বা নিজাম প্যালেসকে সরিয়ে রেখে তদন্তের জন্য এবার তৃতীয় জায়গা বেছে নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কারণ চারটি টিম তদন্তে নামায় সবমিলিয়ে তদন্তকারীদের সংখ্যা অনেক বেশি। কারণ তদন্তকারীদের ৪ জন জয়েন্ট সহ এসপি, জিএসপি, ইনস্পেক্টর, সাব ইন্সপেক্টর সহ একাধিক আধিকারিকরা রয়েছেন। তাই এই তৃতীয় জায়গা বেছে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর জন্য পোর্ট ট্রাস্টের জমিতে বেস ক্যাম্প তৈরি করা হতে পারে। 

    আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

YouTube video player