সংক্ষিপ্ত
- সত্য়জিৎ রায়ের ১০০ তম জন্মদিনে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী জানালেন শুভেচ্ছা
- শনিবার ভারতীয় সিনেমার লেজেন্ডকে টুইট করে তিনি 'সেলাম' জানিয়েছেন
- চলতি বছরে ১০০ বছরের জন্মদিনে, তাঁর পরিবারের অনেক বড় পরিকল্পনা ছিল
- লকডাউনে, সত্যজিতের পরিবার খুঁজে পেয়েছে তাঁর বহু পুরনো ছবি, নেগেটিভ
সত্য়জিৎ রায়ের ১০০ তম জন্মদিনে রাজ্য়ের মুখ্য়মন্ত্রী জানালেন শুভেচ্ছা। শনিবার সাতসকালেই মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়, ভারতীয় সিনেমার লেজেন্ডকে টুইট করে 'সেলাম' জানিয়েছেন। কিন্তু সত্য়জিৎ রায়ের ১০০ তম জন্মদিনের সেই আড়ম্বরটা, অনেকটাই করোনা পরিস্থিতি প্রভাব ফেলেছে।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় তিনি টুইট করে লিখেছেন,' বিশ্ব বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের জন্মদিবসে তাঁকে স্বশ্রদ্ধ প্রণাম জানাই। মহারাজা তোমারে সেলাম।' প্রতি বছর সত্য়জিৎ রায়ের জন্মদিনে, বিশপ লেফ্রয় রোড তাঁর বাড়িতে বহু লোক আসেন। পরিচালককে শুভেচ্ছা জানাতে হাজির হন, তাঁর সঙ্গে কাজ করেছেন যাঁরা এবং তাঁর গুণমুগ্ধ ভক্তরা।
অপরদিকে, চলতি বছরে ১০০ বছরের জন্মদিনে অনেক বড় পরিকল্পনা ছিল। করোনা রুখতে লকডাউনের জেরে সবই ভেস্তে গিয়েছে। তবে গৃহবন্দি থাকাকালীন সত্যজিতের পরিবার খুঁজে পেয়েছে তাঁর বহু পুরনো ছবি, নেগেটিভ। পথের পাঁচালী, প্রতিদ্বন্দ্বী, গুপিগাইন বাঘাবাইন, সোনার কেল্লা-র পরিচালকের স্মৃতিকে চিরকালীন ধরে রাখতে প্রদর্শনী করার ইচ্ছে রয়েছে তাঁর পরিবারেরও।
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর
রাজ্য়ে একাধিক করোনা রিপোর্ট 'ফলস' নেগেটিভ, কী বলছেন চিকিৎসকরা
রিপোর্ট 'নেগেটিভ' -পাঠানো হল বাড়ি, ভূল থাকায় ফের ডাক, বাঙ্গুর হাসপাতালে মৃত্যু করোনা আক্রান্তের