সংক্ষিপ্ত


'দিল্লি সরকার যখন রাজনীতিতে আমদের সঙ্গে পেরে ওঠে না, তখনই এজেন্সি লেলিয়ে দেয়', তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কয়লাকাণ্ড ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

'দিল্লি সরকার যখন রাজনীতিতে আমদের সঙ্গে পেরে ওঠে না, তখনই এজেন্সি লেলিয়ে দেয়', তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কয়লাকাণ্ড ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়।

আরও পড়ুন, Vaccine: 'আপনার দাবি সত্য হলে রাজনীতি ছেড়ে দেব-নইলে আপনি ছাড়বেন', দিলীপকে 'চ্যালেঞ্জ' ফিরহাদের
'দিল্লি সরকার যখন পেরে ওঠে না, তখনই এজেন্সি লেলিয়ে দেয়'-মমতা 

এপ্রসঙ্গে মমতার অভিযোগ,' কয়লা কেলেঙ্কারিতে বারবার অভিষেককে তলব করার বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক।' মমতা বন্দ্য়োপাধ্য়ায় ক্ষোভ উগরে বলেছেন,'দিল্লি সরকার যখন রাজনীতিতে আমদের সঙ্গে পেরে ওঠে না, তখনই এজেন্সি লেলিয়ে দেয়। মানবাধিকার কমিশনকে (NHRC) কলকাতায় পাঠায়। কিন্তু এসব রাজনীতির জায়গা নয়। রাজনীতি সেবার জায়গা, মানুষের কাজ করার জায়গা।' তিনি আরও বলেছেন,  'কয়লা চুরিতে শুধু তৃণমূলকে দায়ী করলে হবে, কয়লার নিরাপত্তা সিআইএস-র দায়িত্বে। ভোটের  সময় যত বিজেপি নেতা, মন্ত্রী এসেছিল এ রাজ্যে, তাঁরা আসানসোলে কোনও মাফিয়াদের হোটেলে ছিল, সব জানি। তাঁরা সবাই কয়লা চুরিতে জড়িত। একটা আঙুল দেখালে, আমরা ১০ আঙুল দেখাতে পারি। একটা এজেন্সি দেখালে আমরাও একগুচ্ছ প্রমাণ দেখাব। বিজেপির বন্ডে কত টাকা পড়ে, কীভাবে সেই টাকা আসে, সেসবের তদন্ত করুক ইডি।'  

আরও পড়ুন, 'সমগ্র ব্যবস্থাটাকে জালিয়াতি করে তুলছেন, মাননীয়া', শিক্ষক-নিয়োগ ইস্যুতে বিস্ফোরক সুজন

'সিবিআই-ইডি দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না'-অভিষেক

প্রসঙ্গত,কয়লাপাচার কাণ্ডে সস্ত্রীক অভিষেককে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১ সেপ্টেম্বর হাজিরার জন্য রুজিরা নারুলাকেও ডেকে পাঠিয়েছে ইডি। এবং ৬ সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় প্রেসিডেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠিয়েছে আর্থিক তছরুপ তদন্তকারী এই  কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরার কাছে তলবের নোটিশ পৌছে গিয়েছে। এপ্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক বন্দ্য়োপাধ্যায় বলেছেন, সিবিআই-ইডি দেখিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না । আগামীর লড়াই আরও বড়। ক্ষমতায় ফিরে এসে সমস্ত প্রতিশ্রুতি পালন করেছেন মমতা বন্দ্য়োপাধ্যায়।'

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

YouTube video player