সংক্ষিপ্ত
'ভ্যাকসিন যতটা সম্ভব দ্রুত করার চেষ্টা করছি, মশাবাহিত রোগ সম্পর্কেও সচেতনতা প্রচার চালাবো পুরসভার বিভিন্ন ওয়ার্ডে'। 'সভাপতি এবং সংসদ পদ ছাড়বেন তো' কী কারণে দিলীপকে এমন প্রস্তাব ফিরহাদের।
'চ্যালেঞ্জ জানাচ্ছি দিলীপ দা-কে, আপনার দাবি সত্য হলে আমি রাজনীতি ছেড়ে দেব', ভ্যাকসিন ইস্যুতে বিজেপির রাজ্য সভাপতিকে হুশিয়ারি দিলেন এদিন কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক তথা পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।
আরও পড়ুন, 'সমগ্র ব্যবস্থাটাকে জালিয়াতি করে তুলছেন, মাননীয়া', শিক্ষক-নিয়োগ ইস্যুতে বিস্ফোরক সুজন
কোভিড ভ্যাকসিন-ম্যালেরিয়া সচেতনা নিয়ে ফিরহাদের বার্তা
ফিরহাদ হাকিম বলেছেন, 'সচেতনতা বাড়াতে হবে। মাস্কটাকে কম্পালসারি করতে হবে । অসচেতন হলে আবার করোনা ফিরে আসতে পারে। আমরা সেনিটাইজেশন বাড়িয়েছি। ভ্যাকসিন যতটা সম্ভব দ্রুত করার চেষ্টা করছি। বস্তি গুলোতে বিশেষ নজর এবং কলোনিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। কয়েকটি ওয়ার্ডে ম্যালেরিয়া বাড়ছে। আমাদের নজর রয়েছে। স্বাস্থ্য দপ্তর থেকে বিভিন্ন মশা নাশক স্প্রে করা হচ্ছে । ৩১ আগস্ট থেকে একমাস ব্যাপী আমরা মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা প্রচার চালাবো পুরসভার বিভিন্ন ওয়ার্ডে। দ্বিতীয় ডোজের ভ্যাকসিনের জন্য যাদের তারিখ হয়ে যাচ্ছে তাদের ফোন করে ডেকে নেওয়া হচ্ছে। পুরসভার থেকে দ্বিতীয় ডোজ এর ক্ষেত্রে প্রায়োরিটি বেসিসে দেওয়া হচ্ছে। তাদের যাতে ভ্যাকসিন সেন্টারে গিয়ে অপেক্ষা করতে না হয় সেদিকটা দেখা হচ্ছে। সাধারন মানুষকে আবেদন করছি অবশ্যই দ্বিতীয় ডোজটা নিয়ে নিন। নিজে সুরক্ষিত থাকুন এবং সমাজকে সুরক্ষিত করুন। আশেপাশের বিভিন্ন রাজ্য থেকেই এসে ভ্যাকসিন নিচ্ছে এ কথা সত্য। আমাদের এতে কোনো আপত্তি নেই। কারণ মানুষ নিরাপদে থাক এটাই তো আমরা চাই। তবে কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ভ্যাকসিন দিলে এই সংকট হত না।'
'যত ওরা মারবে আমরা তত এগিয়ে যাব'
ভ্যাকসিন ইস্যুতে বিজেপির রাজ্য সভাপতির উদ্দেশ্যে এদিন ফিরহাদ বলেছেন,' চ্যালেঞ্জ জানাচ্ছি দিলীপ দা কে। আপনার দাবি সত্য হলে আমি রাজনীতি ছেড়ে দেবো। কিন্তু আপনার দাবির সত্যতা প্রমাণ না করতে পারলে আপনি সভাপতি এবং সংসদ পদ ছাড়বেন তো' বলে এদিন প্রশ্ন তুলেছেন তিনি। ৩ কোটি তো দূরের কথা যদি আমাদের ১ শতাংশ ভ্যাকসিন নষ্ট হয়, তাহলে তথ্য দিয়ে জানান। রাজনীতির দায়িত্ব থেকে এমন কোন কথা বলব না। এতো রকে বসা ছেলেদের মতো কথাবার্তা। গরুর দুধের সোনা আর সাড়ে তিন কোটি ভ্যাকসিন নষ্ট। এরপর তিনি আরও বলেছেন, 'যত ওরা মারবে আমরা তত এগিয়ে যাব । এরাজ্যে পরিবর্তন এর আগে এই ধরনের ঘটনা ঘটেছিল। আমরা গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করব। যারা মারছে আসলে তারা ভয় খেয়েছে বলেই মারছে।'
'ওরা এসবই করে, আমাকেও জেলে পুরে ছিল'
নারদ ইস্যু সহ একাধিক কেলেঙ্কারি প্রসঙ্গ উঠতেই এদিন তিনি বলেছেন, ' ওরা এসবই করে। আমাকেও জেলে পুরে ছিল। এসব করে তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবেনা । চব্বিশে মোদি সরকার যাচ্ছে। যত পা থেকে মাটি সরে যাচ্ছে ততই ইডি- সিবিআই দিয়ে বিরোধীদের দমন করতে চাইছে। এখন আটক করছে। এরপর ক্লিনচিট দেবে তৃণমূল কর্মীদের। যেমন অমিত শাহ কে দিয়েছিল । এটা অন্যায় এটা পাপ। সংবিধানবিরোধী কথা বলছেন দিলীপ দা । ছয় মাসের মধ্যে নির্বাচন করা উচিত। উপ নির্বাচন না হলে মানুষের অধিকার থাকবে না। এটা হতে পারে না। সংবিধানের অধিকার লঙ্ঘন করা হচ্ছে। যারা এটা করছেন তারা সংবিধান বিরোধী, তারা ভারতবিরোধী।'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস