সংক্ষিপ্ত
- রাজ্য়ে করোনায় মৃতের পরিসংখ্য়ান নিয়ে দ্বন্দ্ব
- এবার মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিলেন সিপিএমের নেতা
- মুখ্য়মন্ত্রীর করোনা বিবৃতি নিয়ে টুইট নেতার
রাজ্য়ে করোনায় মৃতের পরিসংখ্য়ান নিয়ে এবার মুখ্য়মন্ত্রীকে খোঁচা দিলেন সিপিএমের রাজ্য় সম্পাদক সূর্যকান্ত মিশ্র। মুখ্য়মন্ত্রীর করোনা বিবৃতি নিয়ে সোশ্য়াল মিডিয়ায় বাম নেতা বলেন,মৃত্যুর কারণ চিকিৎসক লেখেন। মুখ্যমন্ত্রী নয়। কেউ সেটা করলে তা তা বেআইনি হস্তক্ষেপ। মুখ্য়মন্ত্রীর মনে রাখা উচিত,রোগ চেপে রাখলে আরও বাড়ে। বাংলায় এখন করোনায় মৃতের সংখ্যা একধাক্কায় অর্ধেক।
ছিটেফোঁটা দিয়ে চম্পট দেবে বৃষ্টি, রাতেও গরমে ঘামবে কলকাতা.
ঘটনার সূত্রপাত, সম্প্রতি নবান্নে মুখ্য়মন্ত্রীর সাংবাদিক সম্মলেনকে ঘিরে। যেখানে মুখ্য়মন্ত্রী চিকিৎসকদের সামনেই বলেন,রাজ্য়ে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অন্য় কারণে মৃত্য হয়ে থাকতে পারে। নিউমোনিয়া বা হার্ট অ্যাটাকেও ওনাদের মৃত্যু হয়ে থাকতে পারে। এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। কিছু বেসরকারি হাসপাতাল প্রচার পাওয়ার জন্য় রোগীকে করোনা বলে চালাচ্ছে। মহামারী আইন অনুযায়ী সবাইকে এ বিষয়ে সতর্ক থাকা উচিত। সংবাদ মাধ্য়মেরও হাসপাতালের নথিতেই বিশ্বাস রাখা উচিত।
নিজামুদ্দিনের সমাবেশে 'মানববোমা', আত্মসমর্পণ করতে বললেন বিজেপি নেতা.
পরের দিন বিকেলে রাজ্য়ের বিশেষজ্ঞ কমিটি জানিয়েছিল,গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন আক্রান্ত হয়েছেন। ফলে রাজ্য়ে করোনা-আক্রান্তের সংখ্যা বিকেল পর্যন্ত ছিল ৫৩। কমিটির হিসাবে অনুযায়ী মৃতের সংখ্যা ৭ জন। কিন্তু সন্ধে গড়াতেই করোনা নিয়ে নতুন পরিসংখ্য়ান দিল রাজ্য় সরকার। যেখানে রাজ্য়ের মুখ্যসচিব রাজীব সিংহের পরিসংখ্যান বলছে, রাজ্যে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৩৪।
সেকুলার অপর্ণার মুখে 'দিলীপ ঘোষের কথা' , নিজামুদ্দিন নিয়ে কী বললেন অভিনেত্রী...
করোনায় মারা গিয়েছেন ৩ জন। রাজ্য়ের যুক্তি অনুযায়ী, এই আক্রান্ত ৫৩ জনের মধ্য়ে ইতিমধ্য়েই তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। বাকি ৫০ জনের মধ্য়ে ৯ জনের পরবর্তীও রিপোর্ট নেগেটিভ এসেছে। সেই অনুযায়ী আক্রান্তের সংখ্য়া ৪১। যার মধ্য়ে মারা গিয়েছেন তিন জন। তাহলে সব মিলিয়ে সংখ্য়াটা দাঁড়াল ৩৮ জন। যার মধ্য়ে ৪ জনের রিপোর্ট নিয়ে সন্দেহ রয়েছে। সরকারি আমলার মুখে মুখ্য়মন্ত্রীর সংলাপ শুনেই কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা।