সংক্ষিপ্ত

  • স্টাফ স্পেশাল ট্রেনে ওঠার দাবি
  • সোমবার দিনভর অবরোধ বিভিন্ন জায়গায়
  • শনিবার হাওড়া স্টেশনে সাধারণ যাত্রীদের উপর লাঠি
  • ঘচনার তীব্র নিন্দা করেন অবরোধকারীরা

স্টাফ স্পেশাল ট্রেনে উঠার দাবিতে সপ্তাহের শুরুর দিন অর্থাৎ সোমবার দফায় দফায় রেল অবরোধ হাওড়া-বর্ধমান শাখায়। সোমবার সকালে দীর্ঘক্ষন অবরোধ  হয় হাওড়া বর্ধমান শাখার গুরুত্বপূর্ণ স্টেশন বৈদ্যবাটিতে। পরবর্তীতে অবরোধ হয় শেওড়াফুলি এবং রিষড়া স্টেশনে। 

আরও পড়ুন-মেদিনীপুর মেডিক্যালের নালায় মিলল কাটা মাথা, রোগীদের মধ্যে আতঙ্ক

সব জায়গাতেই রেল লাইনের উপরে বসে বিক্ষোভ দেখান যাত্রীরা। বৈদ্যবাটি স্টেশনে রেললাইনের উপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখান রেল যাত্রীরা। স্পেশাল ট্রেনের ওঠার দাবির পাশাপাশি গত শনিবার সাধারণ যাত্রীদের উপরে রেল পুলিশের লাঠিচার্জ এর তীব্র নিন্দা করেন অবরোধকারীরা। একইসঙ্গে রেল পুলিশকে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়। 

আরও পড়ুন-কবে থেকে চাকা গড়াবে লোকাল ট্রেন, ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, আজ রেল-রাজ্য বৈঠকে সিদ্ধান্ত

এই অবরোধের পরিপ্রেক্ষিতে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানিয়েছেন, বিভিন্ন স্টেশনে অবরোধ হওয়ার ফলে রেলের জরুরী পরিষেবা কাজে যুক্ত কর্মীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। ব্যাহত হয়েছে স্টাফ স্পেশাল ট্রেন চলাচল। প্রসঙ্গত এদিনই লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করবেন পূর্ব রেল এবং দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা। নবান্নে বিকালে হবে এই বৈঠক।