গগনেন্দ্র প্রদর্শশালায় এই প্রদর্শনী চলবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি  যেখানে থাকছে উনবিংশ-বিংশ শতাব্দীর শিল্প-বাণিজ্যের ছবি  এক সময়  নিশীথরঞ্জন রায় শুরু করেন ঐতিহ্য রক্ষার আন্দোলন    যার উদ্দেশ্যে ছিল ঐতিহ্য রক্ষার পাশাপাশি মানুষকে সচেতন করা 

পুরোনো কলকাতাকে নতুন করে দেখার সুযোগ করে দিচ্ছে দ্য সোসাইটি ফর প্রিসারভেশন অফ আর্কাইভাল মেটিরিয়ালস অ্যান্ড মনুমেন্টস অফ ক্যালকাটা ৷ অনেকেই কলকাতার ফেলে আসা দিন খুঁজে বেড়ান গানে, ছবিতে, শিল্পকলায়। আর এবার সেই ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই উদ্য়োগ। প্রদর্শনীর মাধ্যমে উনবিংশ এবং বিংশ শতাব্দীর কলকাতার শিল্প-বাণিজ্যের অবস্থাটা তুলে ধরার মধ্য়ে দিয়ে নস্টালজিয়ায় ফের ভাসবে কলকাতা।

আরও পড়ুন, কলকাতায় ক্রমশ বাড়ছে করোনা আতঙ্ক, উপসর্গ নিয়ে বেলেঘাটায় ভর্তি চিন-ফেরত যুবক


বর্তমানে ব্যবসা বাণিজ্যে ক্রমশ পিছিয়ে পড়ছে কলকাতা ৷ আর তারই সঙ্গে ঐতিহ্যকেও ঠিক মতো ধরে রাখতে পারছে না এই শহর৷ পুরনো শতাব্দী প্রাচীন বাড়িগুলি ভেঙে গড়ে উঠছে বহুতল ৷ তাই এই শহরের সুন্দর করে রাখতে হলে অবশ্যই তাঁর অতীত ঐতিহ্যকে রক্ষা করতে হবে৷ সেই কথা চিন্তা করেই এক সময় ঐতিহাসিক নিশীথরঞ্জন রায় শুরু করেছিলেন ঐতিহ্য রক্ষার আন্দোলন ৷ তারই উদ্য়োগে গড়ে উঠেছিল দ্য সোসাইটি ফর প্রিসারভেশন অফ আর্কাইভাল মেটিরিয়ালস অ্যান্ড মনুমেন্টস অফ ক্যালকাটা। যার উদ্দেশ্যে ছিল রক্ষার পাশাপাশি মানুষকে কলকাতার ঐতিহ্য এবং পারিপার্শিক সচেতন রক্ষা করা৷ 

আরও পড়ুন, আধারের আড়ালে এনপিআর ফর্মফিলাপ, গ্রেফতার ২


এই জন্য আলোচনা সভার পাশাপাশি কলকাতার ঐতিহ্য কেন্দ্রীক প্রদর্শনীর আয়োজন করতে প্রায়ই দেখা যায় এই সোসাইটিকে৷ এবার কলকাতার বাণিজ্যের উত্তরাধিকার বিষয় নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে ৷ গগনেন্দ্র প্রদর্শশালায় এই প্রদর্শনী চলবে ৬-৮ ফেব্রুয়ারি ৷ এই প্রদর্শনীতে থাকছে উনবিংশ এবং বিংশ শতাব্দীর শিল্প-বাণিজ্য সংক্রান্ত বেশ কিছু ছবি৷ রামদুলাল দে, মতিলালশীল, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, জিডি বিড়লার মতো বিখ্যাত শিল্পপতি ব্যবসায়ীদের পাশাপাশি বিভিন্ন বিখ্যাত শিল্প-বাণিজ্যিক সংস্থার ভবন ও সম্পর্কিত ছবি যেমন রয়েছে তেমনই আবার তৎকালীন কলকাতার বাজার, রাস্তা, সেতু, পরিবহণ ব্যবস্থার ছবি এই প্রদর্শনীতে স্থান পাচ্ছে ৷