সংক্ষিপ্ত

  • করোনায় আক্রান্ত এসআই হারাধন দাসের মৃত্যু
  •  কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হন 
  • কিন্তু শেষ রক্ষা হল না,প্রাণ হারালেন এই কোভিড যোদ্ধা 
  • হারাধন দাস-র মৃত্যুতে শোক প্রকাশ করেছে কলকাতা পুলিশ

করোনায় আক্রান্ত হয়েছিলেন সাব ইনস্পেক্টর হারাধন দাস।সার্ভে পার্ক থানায় কর্মরত ছিলেন তিনি। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি  হাসপাতালে ভর্তি হন। কিন্তু শেষ রক্ষা হল না। প্রাণ হারালেন এই কোভিড যোদ্ধা।তাঁর পরিবারের পাশে থাকার কথা বলেছে কলকাতা পুলিশ। 

আরও পড়ুন, আজ মহাষষ্ঠী, এদিকে একদিনে রেকর্ড আক্রান্ত কলকাতায় ... Read more at: https://bangla.asianetnews.com/kolkata/latest-corona-update-of-kolkata-and-west-bengal-rtb-qikdpb

চিকিৎসা চললেও শেষ অবধি হার মানতে হয়

 সম্প্রতি সোয়াব টে স্ট করানো হয় কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর হারাধন দাসকে। তারপরেই রিপোর্ট আসলেই জানা যায়, যে তিনি করোনা পজিটিভ। তবে এর পরে আরও ঝুঁকি নেওয়া হয়নি।  হারাধন দাসকে-কে ভর্তি করা হয় কোভিড হাসপাতালে। চিকিৎসা চললেও শেষ অবধি হার মানতে হয় মারণ ভাইরাসের কাছে। চিরবিদায় নেন কলকাতা পুলিশের এই কোভিড যোদ্ধা। কলকাতা পুলিশের তরফে জানানো হয়ছে,' সাব ইনস্পেক্টর হারাধন দাস । সার্ভে পার্ক থানায় কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে আক্রান্ত হয়ে সম্প্রতি ভর্তি হন হাসপাতালে। প্রাণ হারালেন আজ। প্রয়াত সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের পাশে আমরা আছি, এবং থাকব সর্বতোভাবে।'

 

আরও পড়ুন, 'সারা জীবনের সেরা পুরষ্কার', পুজোতে পরিযায়ীদের 'ভগবান' সোনু সুদ আসতে পারে কলকাতায়

 

তাঁর পরিবারের পাশে থাকার কথা বলেছে কলকাতা পুলিশ

প্রসঙ্গত, কলকাতা সহ রাজ্যে ক্রমশ করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এবং এই সংক্রমণের মাঝেই শহরবাসীকে সুরক্ষা দিতে সবথেকে সামনের সারিতে কাজ করছে কলকাতা পুলিশ। আর এই অবধি অসংখ্যা কলকাতা পুলিশের কোভিড যোদ্ধা করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, সাব ইনস্পেক্টর হারাধন দাস-র মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং তাঁর পরিবারের পাশে থাকার কথা বলেছে কলকাতা পুলিশ। 

 

 

 

 

সাব ইনস্পেক্টর হারাধন দাস । সার্ভে পার্ক থানায় কর্মরত ছিলেন। একেবারে সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধে। কোভিডে...

Posted by Kolkata Police on Wednesday, October 21, 2020