সংক্ষিপ্ত

সোমবার আকাশ মেঘলা কলকাতায়। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার প্রভাব উত্তরবঙ্গে। 


সোমবার আকাশ মেঘলা কলকাতায়। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, মৌসুমী অক্ষরেখার প্রভাব উত্তরবঙ্গে। এর প্রভাবে ভারী বৃষ্টি সর্তকতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে।  

আরও পড়ুন, Tripura- স্বাধীনতা দিবসে ত্রিপুরায় ফের আক্রান্ত TMC, দোলা সেনের গাড়িতে হামলা, ধিক্কার কুণালের
আবহাওয়া দফতর সূত্রে খবর,  ভারী বৃষ্টি সর্তকতা উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে দু'এক জায়গায় ভারী বৃষ্টি। বাকি জেলাগুলিতে আর্দ্রতা জনিত অস্বস্তি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ,কোচবিহার , জলপাইগুড়ি জেলার বেশিরভাগ জায়গায়। হাওয়া অফিস জানিয়েছে,  মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকায় দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টির সর্তকতা।  ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গে।  হাওয়া অফিস আগেই জানিয়েছিল, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দু এক জায়গায়।  ১০০ মিলি মিটার পর্যন্ত বৃষ্টি বিক্ষিপ্তভাবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায়। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা। অপরদিকে, আসাম, মেঘালয় প্রবল বৃষ্টির সম্ভাবনা। ব্যাপক বৃষ্টি হবে অরুণাচল প্রদেশেও। মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরাতেও ভারী বৃষ্টির সর্তকতা। অতি বর্ষণের সর্তকতা উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।  

"
 আরও পড়ুন, 75th Independence Day: 'দেশটা সবার নিজের', শুভেচ্ছা জানিয়ে নিজের লেখা গান শেয়ার মুখ্যমন্ত্রীর
সোমবার ফের পারদ চড়েছে অনেকটাই। হাওয়া অফিস জানিয়েছে, আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। সোমবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩৫.০ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.০ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে।  অপরদিকে আদ্রতা বেড়েও অস্বস্তি অনুভব হচ্ছে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।  সর্বনিম্ন ৫৯ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩৪.৮ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৭ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  অপরদিকে আদ্রতা বেড়েও অস্বস্তি অনুভব হচ্ছে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ।  সর্বনিম্ন ৬১ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা   ৩৩.১ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৮.১ ডিগ্রী।  স্বাভাবিকের থেকে ২ডিগ্রি উপরে।  অপরদিকে আদ্রতা বেড়েও অস্বস্তি অনুভব হচ্ছে। শহরের বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ।  সর্বনিম্ন ৭৭ শতাংশ বলে জানিয়েছে হাওয়া অফিস।

   আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

YouTube video player