সংক্ষিপ্ত

 ১৯৮৪ সালে অক্টোবর মাসের সেই উদ্ধোধনের দিন পেরিয়ে আজ ৩৭ বছর পার। আর এবা ৩৭ তম জন্মদিনে নন এসিকে বিদায় জানাবে কলকাতা মেট্রো।

দেশের মধ্যে কলকাতার বুকে প্রথম চাকা গড়িয়েছিল মেট্রো রেলের। শহরবাসী প্রথম মাটির তলায় মেট্রো রেলের পরিষেবার সুখ নিয়েছিল। ১৯৮৪ সালে অক্টোবর মাসের সেই উদ্ধোধনের দিন পেরিয়ে এখন ৩৭ বছর পার। চির নতুনের ডাকে পরিবর্তনে আঙিনায় এবার বিদায় নিচ্ছে শহর থেকে মেট্রোর নন এসি রেকগুলি।

আরও পড়ুন, রেলের চোখে ধুলো দিয়ে শিয়ালদহ শাখায় ৫ বছর চাকরি, পুলিশের জালে এবার ভুয়ো ট্রেন চালক

মেট্রোরেল সূত্রে খবর, সকল পুরোনো নন এসি রেকগুলিকে এবার বাদ দেওয়া হবে। ২০২১ সালেই প্রথাগভাবে বিদায় নিচ্ছে মেট্রোরেলের সকল নন এসি রেক।  উল্লেখ্য ২৪ অক্টোবর কলকাতা মেট্রোর জন্মদিন। ওই দিনেই আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হবে মেট্রোর নন এসি রেককে। প্রসঙ্গত, ২০০৯ সালে কলকাতায় প্রথম আসে এসি রেক। ধীরে ধীরে বাড়তে থাকে এসি রেকের সংখ্যা। সকালে অফিস টাইমে তাই বেশিরভাগ ক্ষেত্রেই এসি রেক চালানো হত। কিন্তু এপ্রিলের দাবদাহে ননএসি রেকে উঠলে ত্রাহি ত্রাহি রব উঠত। এদিকে অফিস টাইম ছাড়া এসি রেক পেতে সময়ও লাগত। তবে সেটা ২০০৯ থেকে ক্রমশ পরের দিকে বাড়তে শুরু করে এসি রেক। 

আরও পড়ুন, WBSEDCL-র নিয়োগ পরীক্ষায় 'বাংলা ভাষা' বাধ‍্যতামূলক, দীর্ঘ ৩ বছরের আন্দোলনে সফল বাংলা পক্ষ

মেট্রো রেল সূত্রের খবর, এই মুহূর্তে কলকাতা মেট্রোর মোট ২৭ টি এসি রেক আছে। সারাদিন চালানোর জন্য এই সংখ্যাই যথেষ্ট বলে খবর। তাই এই মুহূর্তে নন এসি রেককে বিদায় জানানো হবে।  কলকাতা মেট্টোর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রত্য়ুষ ঘোষ জানিয়েছেন, কলকাতা মেট্রোর জন্মদিনের দিনে ছোট অনুষ্ঠান করে বিদায় জানানো হবে নন এসি রেকগুলিকে।  

    আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

YouTube video player