সংক্ষিপ্ত
- ক্রিকেট বেটিং চক্রের হদিস মিলল কলকাতায়
- বৃহস্পতিবার রাতে অভিযান চালাল লালবাজার
- আর রাতারাতি তল্লাশিতে গ্রেফতার ৯ জন
- ধৃতদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দারা
আইপিএল শুরু হতে না হতেই বড়সড় ক্রিকেট বেটিং চক্রের হদিস মিলল কলকাতায়। বৃহস্পতিবার রাতে লালবাজারের সক্রিয় অভিযান চলল কলকাতার বিভিন্ন এলাকায়। আর তাতেই রাতারাতি গ্রেফতার ৯ জন। ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গোয়েন্দারা।
আরও পড়ুন, কোভিড আক্রান্ত রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী, আক্রান্ত হয়ে তাঁর মাও চিকিৎসাধীন
পুলিশি সূত্রে খবর, তাঁরা জানতে পারে শহরের কয়েকটি হোটেল এবং বাড়িতে ক্রিকেট বেটিং চক্র ঘাটি গেড়েছে। গোপন সূত্রে খবর পেয়েই বৃহস্পতিবার রাতে অভিযান চালায় লালবাজারের অভিজ্ঞ গোয়ান্দারা। পার্কস্ট্রিট এলাকা থেকে ৩ জন , উত্তর কলকাতার বড়তলা, মধ্য কলকাতার হেয়ার স্ট্রিট, দক্ষিণে যাদবপুর থানা এলাকায় একাধিক গেস্ট হাউজ সহ বাড়িতে তল্লাশি চালানো হয়। এরপরেই ধরা পড়ে ওই ৯ জন।
আরও পড়ুন, চড়বে কি ইলিশেরও দাম, পুজোর আগেই ৭২ ঘন্টা ধর্মঘটের ডাক ট্রাক সংগঠনের
সূত্রের খবর, গ্রেফতার হওয়া ওই ৯ জনের থেকে ১৭ টি মোবাইল , ১৪ টি ল্য়াপটপ, ৩ টি টিভি, একটি গাড়ি এবং দেড় লাখ টাকা উদ্ধার হয়েছে। মুম্বাই এবং দেশের অন্যান্য বড় শহরের সঙ্গেও এদের যোগাযোগ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বিষম খেয়ে শিশু মৃত্যু, হাসপাতালকে জরিমানা কমিশনের, কোভিড-ক্রাইমে ফের অভিযুক্ত ডিসান
চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের
কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন