সংক্ষিপ্ত

  • তিন শব্দে যেন বোমা ফাটল সোশ্যাল মিডিয়ায় 
  •  'প্য়াক-আপের সময়' বলে লিখলেন মদন মিত্র 
  • এরপরেই শোরগোল পড়ে গেল ফেসবুকে 
  • এরপর নিজেই পরিষ্কার করে দিলেন  মদন মিত্র 


তিন শব্দে যেন বোমা ফাটল সোশ্যাল মিডিয়ায়।  নিজের ফেসবুক অফিশিয়াল পেজে 'প্য়াক-আপের সময়' বলে লিখলেন মদন মিত্র। ব্য়াস, শোরগোল পড়ে গেল ফেসবুকে। তবে অবশ্য পরে তিনি নিজেই পরিষ্কার করে দিলেন তাঁর এই তিন শব্দ এবং ভবিষ্যত পরিকল্পনা ।

'মায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা-কেউ মানবে না', মমতার কথা মনে করিয়ে শুভেন্দুকে তোপ অভিষেকের

 

 

নির্বাচন নিয়ে কী ভাবছেন মদন মিত্র

মদন মিত্র জানালেন, প্য়াক-আপ মানে শুধুই কোনও কিছু শেষ করে ফেলা নয়। এভাবে আসলে প্যাক আপ মানে সব কিছু গুছিয়ে নিয়ে আসরে নামা। বুঝিয়ে দেওয়া তৃণমূলের ক্ষমতা ও জনপ্রিয়তা কতখানি। ২০২১ নির্বাচনে সেই দলকেই জেতানো। অর্থাৎ দল তাঁকে কোনও পদ না দিলেও আগামী নির্বাচনে নিজের দলকে জেতাতে সবরকম প্রয়াস তিনি করবেন, বলে জানালেন মদন মিত্র।

আরও পড়ুন, 'যারা তাঁদের সঙ্গে আছেন, তাঁরাও তাঁদের সঙ্গে নাই', কৌতুক-হেঁয়ালিতে মমতাকে তোপ দিলীপের

 

 

মদন মিত্রের জনপ্রিয়তার একটুও ভাটা পড়েনি


অপরদিকে, তিনি জানান, নিজের ফেসবুক অফিশিয়াল পেজে 'প্য়াক-আপের সময়' লিখতেই কী পরিমাণ ফোন এসেছে। দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত না থেকেও মদন মিত্রের জনপ্রিয়তার একটুও ভাটা পড়েনি।