সংক্ষিপ্ত
ভয় পাওয়ার কোনও কারণ নেই, হাম হ্যায় না
২১ জুলাই-এর ভার্চুয়াল মঞ্চ থেকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়
বিরোধীদের দাবি ২০২১ সালে ক্ষমতা হারানোর ভয় পাচ্ছে তৃণমূল
সত্যিই কি ভয় পাচ্ছে তৃণমূলল নেতা-কর্মীরা
২১ জুলাই-এর সমাবেশ যেমন মানুষ দেখে থাকতে অভ্যস্ত, সেই রকমটা হল না এইবার। ভার্চুয়াল মঞ্চ থেকে বক্তৃতা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সভার শেষ দিকে হঠাৎ তিনি বললেন, 'ভয় পাওয়ার কোনও কারণ নেই, হাম হ্যায় না। আপনারা আমার সঙ্গে আছেন তো। তাহলেই আমি আছি'। বাংলার রাজনীতির প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোটা বক্তৃতার মধ্যে এই লাইনগুলি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাহলে কি সত্যি সত্য়িই ২০২১ সালের নির্বাচনের আগে ভয় পাচ্ছে তৃণমূল নেতা কর্মীরা, ভয় পাচ্ছেন মমতা?
বিরোধীরা একযোগে তাই দাবি করছেন। বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, মমতার বক্তব্যে ভয়ের তাপ স্পষ্ট। উনি বিজেপি এবং সংবাদমাধ্যমকে ভয় পাচ্ছেন। রাহুল সিনহার দাবি, করোনা পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আসল চেহারাটা ফাঁস করে দিয়েছে। ধরা পড়ে গিয়েছে তাঁর সুপার স্পেশালিটি হাসপাতালের নামে মিথ্য়াচার।
অন্যদিকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখেমুখে হতাশার ছাপ স্পষ্ট। তিনি পরিসংখ্যান দিয়ে দেখিয়েছেন ফ্রি রেশনের সুবিধা থেকে আমফানে ক্ষতিপূরণের যে হিসাব তিনি দিয়েছেন, তার সঙ্গে পশ্চিমবঙ্গের জনসংখ্য়াগত হিসাব মিলছে না। মুখ্যমন্ত্রীর দেওয়া পরিসংখ্যানেই তাঁর মিথ্যাচার ধরা পড়ে যাচ্ছে।
বস্তুত, ক্ষমতায় আসার এক বছর আগে থেকেই গত কয়েক বছরে যে আত্মবিশ্বাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে দেখা যায়, এই বছর অনেক ক্ষেত্রেই তার অভাব দেখা গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আমফান-এর ক্ষতিপূরণ থেকে করোনা মহামারির সময়ে ফ্রি-তে রেশন - সব ক্ষেত্রেই কিছু দুর্নীতি হয়েছে তা কার্যত মেনে নিয়েছেন মমতা। তিনি বলেন, কয়েকটি ব্লকে এই ধরণের ঘটনা ঘটেছে, যা নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম বাড়াবাড়ি করছে।
সেই সঙ্গে 'ভুল বুঝে' বিজেপি-তে চলে যাওয়া কর্মীদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সিপিএম-কংগ্রেস'এর কর্মীদের বিজেপিকে ভোট না দিয়ে তৃণমূলের পক্ষে ভোট দিতে আর্জি জানান তিনি। সেইসঙ্গে বারবার করে যেভাবে তিনি দলের নেতা কর্মীদের 'বিজেপির প্ররোচনা ও চাপের মুখে' ভেঙে পড়ার বিষয়ে সতর্ক করেছেন, তেমনটা আগে দেখা যায়নি বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা।