সংক্ষিপ্ত

  • তারাতলা হাইরোডে ব্রেথওয়েট কোম্পানিতে আগুন
  •  হঠাৎ আগুন ছডি়য়ে পড়ায় আতঙ্ক এলাকায়
  • দ্রুত আগুন নেভাতে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল
  •  প্রায় ২০ মিনিট ধরে জ্বলে  ভয়াবহ আগুন  

তারাতলা হাইরোডে ব্রেথওয়েট কোম্পানিতে আগুন। হঠাৎ আগুন ছডি়য়ে পড়ায় আতঙ্ক এলাকায়। দ্রুত আগুন নেভাতে ঘটনাস্থলে এস পৌঁছয় দমকলের পাঁচটা ইঞ্জিন। প্রায় ২০ মিনিট ধরে জ্বলে আগুন। পরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

কলকাতার ডাক্তার গৃহিনীর কামুকপনায় অতিষ্ঠ স্বামী, বিয়ে বাঁচাতে পায়ে 'ড্রাইভ' স্ত্রী-র.

এলাকার কাউন্সিলর মহম্মদ আনওয়ার খান জানান, এই কোম্পানিতে মূলত রেলের যন্ত্রাংশ তৈরি হয়। এদিন দুপুর তিনটের সময় ঝালাইয়ের কাজ চলছিল।  সেই থেকে আগুনের ফুলকি এসে পড়ে রঙের মধ্যে। যা থেকে বিশাল আগুনের কুণ্ডলী তৈরি হয়। পরে অবশ্য় মিনিট ২০ থাকে আগুন। দমকল কর্মীদের তৎপড়তায় যা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কী গল্প কলকাতাকে শোনাল রোবট কন্যা সোফিয়া, দেখুন সেরা ১২ ছবি

বহুদিনকার এই কোম্পানিতে রেলের  ওয়াগন তৈরির কাজ হয়। একান থেকেই রেলের ওয়াগন যায় বিভিন্ন জায়গায়। কারখানার কর্মীরা জানান, এদিন ওয়াগনের ওয়েলডিংয়ের কাজ হচ্ছিল। সেই সময় আগুনের ফুলকি ররঙে গিয়ে পড়ে। বিশেষ প্রকারের সেই রঙের দ্য়হ্য়তা বেশি হওয়ায় নিমেষেি ছড়িয়ে পড়ে রং।  যা দেখে ভয় পেয়ে যান শ্রমিকরা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। অনেকেই বাইরে বেরিয়ে আসেন। 

ভিডিও দেখে সটান হাজির স্টিভ, মুচিপাড়ার ক্ষুদে বিস্ময়-কে বানাবেন বড় ক্রিকেটার